দুবাইয়ের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম আবদুল্লাহ

দুবাইয়ের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম আবদুল্লাহ

দুবাইয়ে ২৭তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্বের ৭০টি দেশ থেকে ৬২ জন হাফেজ অংশ নেয়। শনিবার (২৩ মার্চ) রাতে দুবাইয়ের আল-মামজারে সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে ১০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। এর আগে গত ১২ মার্চ থেকে প্রতিদিন প্রতিযোগিতার আসর অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বাহরাইনের মুহাম্মদ আদনান আবদুল্লাহ, দ্বিতীয় স্থান অধিকার করে লিবিয়ার নাজি আতিয়াহ এবং যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করে গাম্বিয়ার শায়খ তিজান সালিহ ও ফিলিপাইনের মুজাহির শুআইব। তাদের পাশাপাশি আরো সাতজনকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়। দুবাইয়ের ক্রীড়াবিষয়ক বোর্ডের প্রধান শেখ মানসুর বিন মুহাম্মদ রাশিদ আলে মাকতুম তাদের হাতে এসব পুরস্কার তুলে দেন।

এদিকে সামাজিক ও দাতব্যমূলক কার্যক্রমের মাধ্যমে ইসলাম ও পবিত্র কোরআনের সেবায় অসামান্য অবদানের জন্য বর্ষসেরা ইসলামী ব্যক্তিত্ব হিসেবে হিন্দ বিনতে মাকতুম আলে মাকতুমকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।তাঁর পক্ষ থেকে এ সম্মাননা পুরস্কার গ্রহণ করেন সায়িদ বিন মুহাম্মদ রাশিদ।

প্রতিযোগিতার আয়োজক কমিটির উপপ্রধান ড. সায়িদ আবদুল্লাহ হারিব বলেন, ‘দুবাই কোরআন প্রতিযোগিতার ২৭তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। আমরা বিজয়ীদের নির্বাচন করে সম্মানিত করেছি। তা ছাড়া এ বছর ইসলামী দাতব্য কার্যক্রমে অনন্য ভূমিকা রাখায় বর্ষসেরা মুসলিম ব্যক্তিত্ব হিসেবে শাইখা হিন্দ বিনতে মাকতুমকে সম্মাননা দেওয়া হয়েছে।

প্রতিবছর আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মুহাম্মদ বিন রাশিদ আলে মাকতুমের পৃষ্ঠপোষকতায় দুবাই ইন্টারন্যাশনাল হলি কোরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত বছর দুবাইয়ের এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিল বাংলাদেশি হাফেজ সালেহ আহমেদ তাকরিম। এ বছর রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী ফয়সাল আহমাদ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিলেও বিজয়ীদের মধ্যে তার নাম দেখা যায়নি।