ময়লা আর আবর্জনার স্তূপে ঢাকা শহীদ মিনার

ময়লা আর আবর্জনার স্তূপে ঢাকা শহীদ মিনার

মৌলভীবাজারের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ঢেকে রাখা হয়েছে ময়লা আর আবর্জনার স্তূপ দিয়ে। এ নিয়ে একটি ছবিযুক্ত পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সর্বস্তরের মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

সোমবার (২৫ মার্চ) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নে অবস্থিত সাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এ অবস্থা দেখা গেছে।

জানা যায়, গত কয়েকদিন ধরে বিদ্যালয়ের সংস্কারকাজ চলছে। কাজের ভাঙাচোরা, ময়লা-আবর্জনা ও মাটি বিদ্যালয়ে অবস্থিত শহীদ মিনারের ওপর ফেলে রাখা হয়েছে।

এ বিষয়ে রাজনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রজত কান্তি গোস্বামী জানান, স্বাধীনতা দিবসের সময় এ ধরনের একটি কাজ খুবই লজ্জাজনক ও গর্হিত। অবিলম্বে ঠিকাদারকে জবাবদিহি ও আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

সাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী নাগ জানান, গত বৃহস্পতিবার থেকে বিদ্যালয় বন্ধ রয়েছে। এ ছাড়া আমি পিটিআইতে কয়েকদিন ধরে ট্রেনিংয়ে আছি। সোমবার আমি ফেসবুকে পোস্ট দেখেছি। এটি অবশ্যই দুঃখজনক ও গর্হিত কাজ। ইতোমধ্যে আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলাপ করেছি।

মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম জানান, বিষয়টি খুবই দুঃখজনক। আমি জেনে যথা শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করছি।