সিলেটে শান্তদের হার; পাপন বললেন ‘জঘন্য, বিচ্ছিরি’

সিলেটে শান্তদের হার; পাপন বললেন ‘জঘন্য, বিচ্ছিরি’

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ফরম্যাটের সিরিজ খেলছে বাংলাদেশ। সফরের শুরুতেই টি-টোয়েন্টি সিরিজ খোয়ালেও পরে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছিল টাইগাররা। এরপর সাদা পোশাকের ক্রিকেটে লঙ্কানদের মুখোমুখি হয়েছে নাজমুল শান্তর দল। দুই টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নেমে অবশ্য ভুলে যাওয়ার মতোই অভিজ্ঞতা হয়েছে স্বাগতিকদের।

সিরিজের প্রথম টেস্টে সিলেটে লঙ্কানদের বিপক্ষে কোনো লড়াই করতে পারেনি বাংলাদেশ। প্রথম ইনিংসে সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেনি দল, ফলে বড় রানের সংগ্রহ পায় লঙ্কানরা। এরপর প্রথম ইনিংসে ব্যাট হাতে শান্ত-লিটনরা বাজে পারফর্ম করাইয় বড় লিড পায় সফরকারীরা। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছে শ্রীলঙ্কা। অধিনায়ক ধনঞ্জায়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও শতক হাকানোয় ৫৫১ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা।

বিশাল এই লক্ষ্য তাড়া করতে নেমে টাইগাররা গুটিয়ে যায় ১৮২ রানেই। শান্ত-লিটনদের বাজে ভাবে আউট হওয়ার কারণেই ৩২৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এদিকে টাইগারদের এমন হার নিয়ে আজ গণমাধ্যমে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, 'সমস্যা হচ্ছে হারাটা নিয়ে না, সমস্যা হচ্ছে যেভাবে তারা হেরেছে। যেভাবে তারা খেলেছে, তাদের এই মাইন্ডসেট, এটিটিউড, শট সিলেকশন- এটা জঘন্য, বিচ্ছিরি ছিল দেখতে। মনে হয়েছে তারা খেলতে চায় না এই ফরম্যাটটা। অথবা অন্য কোনো সমস্যা।'

অভিজ্ঞ খেলোয়াড়রা চলে গেলে সব দলই একটু স্ট্রাগল করে জানিয়ে পাপন আরও বলেন, 'সবার কাছে যেমন লেগেছে আমার কাছেও তেমন লেগেছে ভালো লাগার কোনো কারণ নেই। আসলে এখানটায় কয়েকটা ব্যাপার আছে আমার মতামতটা বলতে পারি। প্রথম কথাটা হচ্ছে আমি এখানে হারা জেতা নিয়ে চিন্তিত না। হঠাৎ করে অন্যান্য দেশের অভিজ্ঞ খেলোয়াড়রা যখন চলে যায় নতুন একটা দল আসে তারা ৪-৫ বছর স্ট্রাগল করেই। সেদিক থেকে বলব আমাদের দলে ওরকম খারাপ অবস্থা হয়নি।'