শাহনূর খান এবং মিসবাহ চৌধুরী বিবিসিসিআই পরিচালক নির্বাচিত হয়েছেন

শাহনূর খান এবং মিসবাহ চৌধুরী বিবিসিসিআই পরিচালক নির্বাচিত হয়েছেন

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) এর ২টি পরিচালক পদের জন্য নির্বাচন আজ, ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। বিচারক বেলায়েত হোসেন, ব্যারিস্টার খালেদ নূর, মোহাম্মদ জুবায়ের এবং প্রেসক্লাব সভাপতি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

নির্বাচনে শাহনুর খান ২৮ ভোট এবং মিসবাহ চোধুরী ২৩ ভোট পেয়ে বিবিসিসিআই-এর পরিচালক নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী আমিরুল চৌধুরী পেয়েছেন ১৩ ভোট।

অনুষ্ঠানে প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের পাশাপাশি কমিউনিটির বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।