সিলেটে রানিং স্টাফদের কর্মবিরতি: স্থবির রেলওয়ে স্টেশন

সিলেটে রানিং স্টাফদের কর্মবিরতি: স্থবির রেলওয়ে স্টেশন

সিলেট রেলওয়ে স্টেশনে রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে স্থবির অবস্থা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৬টা ১৫ মিনিটে সিলেট থেকে ঢাকাগামী কালনি এক্সপ্রেস নির্ধারিত সময়ে যাত্রা শুরু করতে পারেনি। এতে বিপাকে পড়েছেন সিলেটের হাজারখানেক যাত্রী।

কালনি এক্সপ্রেসের যাত্রা বাতিল হওয়ায় হতাশ যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিলেও রেলওয়ে কর্তৃপক্ষ তাদের টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। সকাল থেকেই সিলেট রেলওয়ে স্টেশনে যাত্রীদের দীর্ঘ সারি দেখা গেছে। তবে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি সমাধান না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল শুরু করা সম্ভব নয়।

প্রতিদিন সিলেট থেকে চট্টগ্রাম ও ঢাকাগামী মোট ছয়টি ট্রেন চলাচল করে। তবে কর্মবিরতির কারণে এসব ট্রেনের চলাচল বন্ধ রয়েছে। কোনো সমাধান না হলে সিলেট রেলওয়ে স্টেশন থেকে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে রেলওয়ে স্টেশনের এক কর্মকর্তা জানান, “যাত্রীদের ভোগান্তি কমাতে আমরা টিকিটের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছি। তবে সমস্যা সমাধানে কেন্দ্রীয়ভাবে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে।” রানিং স্টাফদের দাবি পূরণ ও রেল চলাচল শুরুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা করছেন যাত্রীরা।