নতুন সম্ভাবনার দোয়ার খুলায় আনন্দিত সিলেটবাসী

নতুন সম্ভাবনার দোয়ার খুলায় আনন্দিত সিলেটবাসী

গতকাল রোববার(২৭ এপ্রিল) সিলেট থেকে সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিট স্পেনের উদ্দেশে ছেড়ে যায় কার্গো ফ্লাইট যার ফলে সিলেটবাসীর বহুদিনের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। খুলেছে নতুন সম্ভাবনার দোয়ার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টায় এমন সফলতায় প্রবাসী থেকে শুরু করে দেশের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ আনন্দিত, সেই তালিকা থেকে বাদ যাননি রাজনীতিবিদরা।   

প্রথমবারের মতো ৬০ টন গার্মেন্টস পণ্য নিয়ে কার্গো বিমানের এ ফ্লাইট স্পেনের উদ্দেশে উড়াল দেয়। রাত সোয় ৮টায় কার্গো ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সিলেট থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালু করতে ইতোমধ্যে কার্গো কমপ্লেক্স ও টার্মিনাল নির্মাণ করা হয়। একইসঙ্গে দক্ষ জনবল ও অত্যাধুনিক নিরাপত্তা যন্ত্রপাতি সংস্থাপন করা হয়েছে। আন্তর্জাতিক মানের র‍্যাপিড স্ক্যানিং মেশিন থেকে শুরু করে সব যন্ত্রাংশ স্থাপনের কাজও ইতোমধ্যে শেষ হয়েছে। এই মেশিনটি শুধু সিলেট ও ঢাকা বিমানবন্দরে রয়েছে। জনবল নিয়োগ ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ শেষ করা হয়েছে। এছাড়া প্রথম ফ্লাইটে বিমানে মালামাল তোলার জন্য ঢাকা থেকে যেসব জনবল আসবে তাদের অনুমতিসহ বিমান সংশ্লিষ্ট সকল জনবলের অনুমতির কাজ শেষ হয়েছে।

সিলেট জেলা জামায়াতে ইসলামির আমীর মাওলানা হাবিবুর রহমান নতুন সিলেটকে বলেন, সিলেটবাসীর জন্য অনেক বড় একটা সম্ভবনার দোয়ার। বিদেশে সিলেটের মানুষের সংখ্যা সবচেয়ে বেশি আশা করি ভবিষ্যতে সিলেট এয়ারপোর্ট আরো বিশ্বমানের হবে। 

সিলেট মহানগর বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট ইমদাদ হোশেন চৌধুরী বলেন, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের হাত ধরে সিলেট থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয়েছিলো যার ফলে সিলেট থেকে আজকে কার্গো ফ্লাইটের মতো নতুন সম্ভাবনার দোয়ার খুলছে। সিলেট থেকে যে দেশগুলোতে পণ্য যাবে তারা সরাসরি সিলেটের পণ্য পাবেন এটা আমাদের জন্য অনেক বড় অর্জন।