সিলেটে পূজার ছুটিতে হোটেল সংকটে পর্যটকরা
সিলেটে সড়কপথে দুর্ভোগ উপেক্ষা করে এবারের পূজার ছুটিতে পর্যটকদের ঢল নামার আশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। তবে হোটেল-মোটেলে রুম নিয়ে সংকটে পড়ার আশঙ্কা তাদের।
পর্যটন সংশ্লিষ্টরা জানান, সিলেট জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) চলমান থাকায় পূজার ছুটিতে হোটেল-মোটেলে রুম সংকট দেখা দিয়েছে। এনসিএলের খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য নগরীর বিভিন্ন হোটেলে প্রায় ২০০টি কক্ষ আগামী ১২ অক্টোবর পর্যন্ত বুকিং করা হয়েছে। যার কারণে পর্যটকদের জন্য কক্ষ সংকট দেখা দেবে।
সিলেটের হোটেল-মোটেল ব্যবসায়ী ও পর্যটন-সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৫ দিন ধরে বিভিন্ন মাধ্যমে সিলেটের হোটেল-মোটেল ও রিসোর্টগুলো বুকিং দিয়ে রাখছেন পর্যটকরা। ইতোমধ্যে ভালোমানের হোটেলগুলো প্রায় শতভাগই বুকিং হয়ে গেছে। বিশেষত বড় হোটেল ও রিসোর্টগুলোর কোনো কক্ষ ফাঁকা নেই। কক্ষ ফাঁকা না থাকায় পর্যটক ফোন করলেও তাদের ফিরিয়ে দিতে হচ্ছে বলে জানিয়েছেন হোটেল মালিকরা।
সিলেট বিভাগে ৫ শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট রয়েছে। এগুলোর বেশিরভাগই পর্যটকনির্ভর। এখানকার প্রধানতম পর্যটন কেন্দ্র জাফলং, সাদাপাথর, রাতারগুল ও বিছনাকিান্দি।
সিলেট নগরীর হজরত শাহজালাল (রঃ) এর মাজার দরগাহ এলাকার হোটেল ব্যবসায়ীরা বলেন, সারাবছরই আমরা এরকম বাড়তি ছুটি ও উৎসবের জন্য অপেক্ষায় থাকি। এরকম সুযোগে পর্যটকরা বেশি আসেন। এবার আগেভাগে প্রায় সবকটি কক্ষই বুকিং হয়ে গেছে।
সিলেটের হোটেল-মোটেল ও গেস্ট হাউস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুমাত নুরী জুয়েল বলেন, এনসিলের কারণে সিলেটের বিভিন্ন হোটেলের প্রায় ২০০টি কক্ষ আগামী ১২ অক্টোবর পর্যন্ত বুকিং করা হয়েছে। যার কারণে এবার পর্যটকরা হোটেল সংকটে পড়তে পারেন।

