দক্ষিণ সুরমায় সিএনজি অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে নারীসহ নিহত ২
সিলেট-ঢাকা মহাসড়কে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নারীসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ভরাউটের রাস্তার মুখে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন বিশ্বনাথ উপজেলার ইলিমপুর গ্রামের সোনা মিয়া মিয়ার স্ত্রী নাজমা বেগম (১৮) ও একই উপজেলার বহ্নি গ্রামের ধনাই আলীর পুত্র মনসুর আলী।
এ ঘটনায় আহতরা হলেন বিশ্বনাথ উপজেলার উত্তর মসুলা (জানাইয়া) গ্রামের ফজলুর রহমানের পুত্র সাইফুর রহমান (১৮), একই উপজেলার ইলিমপুর আঙ্গুর আলীর স্ত্রী আছমা বেগম (৪২)।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক (এসআই) শাফী।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে সিলেট থেকে লালাবাজারের দিকে ছেড়ে যাওয়া রেজিস্ট্রেশনবিহীন একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই জাফর ইমাম বলেন, লাশ দুটি ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় আহতরা ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।