কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বিষয়টি নিশ্চিত করেন। 

রেলওয়ে থানা সূত্রে জানা যায়, সিলেট থেকে চট্টগ্রাম যাচ্ছিল আন্তনগর ট্রেন পাহাড়িকা এক্সপ্রেস। দুপুরে কুলাউড়ার রাউৎগাঁওয়ের নর্তন এলাকায় পৌঁছালে ট্রেনটি অজ্ঞাতপরিচয়ের ওই যুবককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। 

কুলাউড়া রেলওয়ে থানার ওসি মিহির রঞ্জন দেব বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনো যুবকের পরিচয় পাওয়া যায়নি।