লঙ্কান সিরিজ: আফগানদের শক্তিশালী দল ঘোষণা
আগামী মাসে লঙ্কান সফরে যাচ্ছে আফগানিস্তান দল। সে সফরের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানরা। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে নবী-রশিদরা।
চলতি বছরের অক্টোবরে ভারতে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তার আগে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আফগানিস্তানের জন্য একটি প্রস্তুতির মঞ্চ হতে পারে। যার কারণেই শক্তিশালী দল ঘোষণা করেছে তারা।
তরুণ অলরাউন্ডার আব্দুল রহমান আফগানিস্তানের ঘরোয়া ওয়ানডে কাপে দারুণ পারফরম্যান্সের কারণে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। এদিকে শহীদউল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই, জিয়া উর রহমান আকবর এবং গুলবেদিন নাইবের নাম রিজার্ভদের মধ্যে রয়েছে।
হাম্বানটোটায় তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ হবে মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ২ জুন। আর বাকি দুই ম্যাচ হবে ৪ ও ৭ জুন।
আফগানিস্তান স্কোয়াড:
হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), আজমতউল্লাহ ওমরজাই, রাশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমেদ, আব্দুল রহমান, ফজল হক ফারুকি, ফরিদ আহমেদ মালিক।
রিজার্ভ: গুলবেদিন নাইব, শহীদউল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই, জিয়া উর রহমান আকবর।