শীতার্ত মানুষের পাশে লাভিং হ্যান্ডস্ সিলেট

শীতার্ত মানুষের পাশে লাভিং হ্যান্ডস্ সিলেট

ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন।

শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিন্ম আয়ের মানুষকে। শীতার্ত মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল লাভিং হ্যান্ডস্ সোশ্যাল অর্গানাইজেশন সিলেট।

শুক্রবার বিকালে সিলেট নগরীর বিভিন্ন এলাকা ও সিলেট সদর উপজেলায় শতাধিক শীতার্ত মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এ কম্বল তুলে দেয়া হয়।

কম্বল বিতরণকালে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন, মাহফুজ হাসান, নজরুল ইসলাম, লাহিন আহমদ চৌধুরী নাহিদ, আরমান জাহান আবির, মিটু আহমেদ, আবু জাফর ও আহমেদ শাহীন সহ অনেকে।