খেলা দেখতে গিয়ে ১২ জনের মৃত্যু
স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে পদদলিত হয়ে মারা গেছেন নারীসহ ১২ জন,আহত হয়েছেন শতাধিক। শনিবার মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে এমন ঘটনা ঘটে।
দেশটির দুই জনপ্রিয় ক্লাব আলিয়াঞ্জা ও এফএএসের মধ্যকার খেলা দেখতে দর্শক স্টেডিয়ামে ঢোকার সময় পদদলিত হয়ে এ ঘটনা ঘটে।
এটি ছিল স্থানীয় একটি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। একটি প্রবেশপথ দিয়ে ঢোকার সময় হুড়োহুড়ি করতে গিয়েই এমন ঘটনা ঘটেছে।
আয়োজকদের দাবি, অনেক দর্শক নকল টিকিট নিয়ে মাঠে এসেছিলেন।
দেশটির ফুটবল ফেডারেশন এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছে এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।
ন্যাশনাল সিভিল পুলিশ পরিচালক মরিসিও আরিয়াজা সাংবাদিকদের জানিয়েছেন, ‘এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে ৯ জন মাঠেই প্রাণ হারিয়েছেন, বিভিন্ন হাসপাতালে মারা গেছেন আরও ৩ জন।’দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো আলাভি এক টুইট বার্তায় বলেছেন, ‘আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশির ভাগের অবস্থা এখন স্থিতিশীল।’
পুরো বিষয়টি তদন্তের ঘোষণা দিয়েছেন এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেল।