গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের টঙ্গীতে ১১ দফা দাবিতে পিপলস সিরামিক্স ইন্ডাস্ট্রিজ নামের একটি প্রতিষ্ঠানে অসন্তোষ দেখা দিয়েছে। এসময় উত্তেজিত শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

রোববার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় শ্রমিকরা আন্দোলনে নামেন। এর আগে সকাল থেকে কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন আন্দোলনরত শ্রমিকরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১টায় আন্দোলনরত শ্রমিকরা কারখানার প্রধান ফটকের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এসময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এবং বিআরটি ফ্লাইওভারের ওপরে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তির মুখে পড়েন ওই মহাসড়ক ব্যবহারকারী সাধারণ যাত্রীরা। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকদের একাংশ বিআরটি প্রকল্পের উড়াল সেতুর মিলগেট অংশে অবস্থান নিলে সেতুর উপরেও যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকরা বলছেন, দীর্ঘ ৯ বছর ধরে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। এখন পর্যন্ত ২০১৫ সালের মজুরি কমিশন কার্যকর করেনি কারখানা কর্তৃপক্ষ। নারী শ্রমিকদের দেওয়া হয় না কোনো মাতৃত্বকালীন ছুটি। এসময় মালিক পক্ষের ৬ কর্মচারীর পদত্যাগও দাবি করেন শ্রমিকরা।

শ্রমিকরা আরও বলেন, কোনো স্থায়ী শ্রমিক চাকরি থেকে অব্যাহতি নিলে তাদের ন্যায্য পাওনাদি দিতে গড়িমসি করেন কারখানা কর্তৃপক্ষ।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি সৈয়দ রাফিউল করিম জানান, বিভিন্ন দাবিতে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের নিবৃত্ত করার চেষ্টা করছে।