কোটা আন্দোলনে ৪ সাংবাদিক নিহত, আহত ২০০

কোটা আন্দোলনে ৪ সাংবাদিক নিহত, আহত ২০০

কোটা আন্দোলনের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে চার সাংবাদিক নিহত হয়েছেন। গুলি বা হামলা শিকার হয়ে আহত হয়েছেন অন্তত ২২৬ জন সংবাদকর্মী। এর মধ্যে ৬৭ জনের অবস্থা গুরুতর।

নিহতরা হলেন ঢাকায় ঢাকা টাইমসের জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান মেহেদী (৩১), ফ্রিল্যান্স ফটো জার্নালিস্ট তাহির জামান প্রিয়, গাজীপুরে দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার মো. শাকিল হোসেন এবং সিলেটে দৈনিক নয়াদিগন্তের সিলেট প্রতিনিধি এটিএম তুরাব।

গত ১৮ জুলাই সন্ধ্যায় যাত্রাবাড়ী এলাকায় সহিংসতার সময় গুলিবিদ্ধ হন হাসান মেহেদী। পরে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। একইদিনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান শাকিল হোসেন।

১৯ জুলাই দুপুরে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে আন্দোলনের ছবি তোলার সময় মাথায় গুলিবিদ্ধ হন তৌহিদ জামান প্রিয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই দিনে সিলেটে দায়িত্ব পালনের সময় গুলিবিদ্ধ হন এটিএম তুরাব। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ছাড়া সংবাদ সংগ্রহ করতে গিয়ে আন্তত ২২৬ জন সংবাদকর্মী আহত হয়েছে। এরমধ্যে প্রথম আলো, কালের কণ্ঠ, ঢাকা ট্রিবিউন, সমকাল, ডেইলি স্টার, বাংলাদেশ প্রতিদিন, মানবজমিন, দেশ রূপান্তর, ইত্তেফাক, দৈনিক যুগান্তর, কালবেলা, বণিক বার্তা, আজকের পত্রিকা, দৈনিক নয়াদিগন্ত, বাংলা ট্রিবিউন, বিডিনিউজ, সারাবাংলা, ডিবিসি, চ্যানেল আই, বাংলাভিশন, এনটিভি, আরটিভি, বৈশাখী, ৭১ টিভি, এটিএন বাংলা, একুশে টিভি, যমুনা টিভি, সময় টিভিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক রয়েছেন।