আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলন ঘিরে আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনগণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠকে এ ঘোষণা দেন।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, কোটা আন্দোলন ঘিরে সারাদেশে বিক্ষোভ ও সহিংসতায় যারা মারা গেছে এর প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে।

একই বৈঠকে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে বসতে আগ্রহ প্রকাশ করেন শেখ হাসিনা।

তবে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছে তারা। গতকাল শুক্রবার তারা এই কর্মসূচি দেয়।