সিলেটে ৬ লেন কাজের ঘটনায় গ্যাস লাইন কেটে উৎপাদন বন্ধ, শিল্পাঞ্চলে ক্ষতির ধাক্কা

সিলেটে ৬ লেন কাজের ঘটনায় গ্যাস লাইন কেটে উৎপাদন বন্ধ, শিল্পাঞ্চলে ক্ষতির ধাক্কা

সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেনের উন্নয়ন কাজে মাধবপুরের শাহজীবাজার এলাকায় শ্রমিকদের দুর্ঘটনাজনিত কারণে গ্যাস লাইন কেটে পড়ায় টানা প্রায় ১০ ঘণ্টা গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ থাকে। ফলে দেশের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানগুলো মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়।
 

মেটাডোর কোম্পানির কর্মকর্তা রেজাউল জানান, “মহাসড়কে কাজ করার সময় বিকালে গ্যাসের লাইন কেটে পড়ায় কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। রাত ২টার দিকে গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক হয়। ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।”

স্কয়ার ডেনিমের সিনিয়র এক্সিকিউটিভ মো. ইমদাদুল হক বলেন, “বিকাল ৪টায় স্টার সিরামিকের কাছে গ্যাস লাইন কেটে পড়ায় প্রায় ১০ ঘণ্টা আমাদের কারখানায় উৎপাদন বন্ধ থাকে। ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। অন্যান্য কারখানাতেও একই সমস্যা হয়েছে।”

জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান জানান, “এটি আমাদের হাইপ্রেসার লাইন। কাজ করতে গিয়ে লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরিভাবে মেরামত কাজ সম্পন্ন করে রাতের মধ্যেই পুনরায় সরবরাহ শুরু করেছি। বিষয়টি সড়ক বিভাগকে জানানো হবে।”

ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নীত করার কাজ প্রায় ৩ বছর ধরে চলছে। সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী সামছুজ্জোহা বলেন, “প্রায় ১ বছর আগে আমরা গ্যাস কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলাম লাইন সরানোর জন্য। জমি অধিগ্রহণের ঝামেলার কারণে তারা তা এখনও করতে পারেনি। তাই কাজ করতে গিয়ে এমন দুর্ঘটনা ঘটে। আমরা তাগিদ দিচ্ছি যেন দ্রুত লাইন সরানো হয়।”

এ ঘটনায় মাধবপুর থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত শিল্পাঞ্চল ও রপ্তানিমুখী কোম্পানিগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় অন্তত ২০টি কোম্পানির উৎপাদন বন্ধ হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়।