মালয়েশিয়ায় ১১ বাংলাদেশি নারীসহ গ্রেফতার ৭৫
কুয়ালালামপুর এবং সেলাঙ্গরে ৮ পৃথক স্থানে একটি বিশেষ অভিযানে ১১ বাংলাদেশি নারীসহ গ্রেফতার ৭৫ অভিবাসীকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জিআইএম)। এ ছাড়া বিদেশি পতিতাবৃত্তি সিন্ডিকেটও ধ্বংস করেছে জিআইএম।
বৃহস্পতিবার জালান তুন রাজাকের ২টি স্থানে এবং কুয়ালালামপুরের জালান পুডু নামে আরও ৬টি স্থানে, শাহ আলমে কাম্পুং বারু সুবাং, পুচং এর পুচং টাউন সেন্টার, ক্লাং-এ তামান আন্দালাস জয়া, তামান বেয়ু এবং ক্লাং সেন্ট্রালে অভিযান চালানো হয়।
শুক্রবার জেআইএম মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ এক বিবৃতিতে বলেছেন, জনসাধারণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৫৭ নারীসহ ৭৫ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ৭৫ জনের মধ্যে ইন্দোনেশিয়ার ৩২ জন, বাংলাদেশের ১১ জন, ভিয়েতনামের ৮ জন এবং ভারতের ৬ জন নারী। এছাড়াও ৭ জন বাংলাদেশি, ২ জন মায়ানমার এবং একজন ইন্দোনেশিয়ার পুরুষকেও গ্রেফতার করা করেছে। তাদের বয়স ১৭ থেকে ৪৬ এর মধ্যে। এছাড়া ২৩ থেকে ৬৫ বছর বয়সি ৭ জন মালয়েশিয়ান পুরুষ এবং ১ জন নারীকেও গ্রেফতার করা হয়েছে।