বিবিসিসিআই এর ডাইরেক্টর মিজানুর রহমান মিজান তৃতীয় বারের মত বিবিসিসিআই নর্থ ওয়েষ্ট রিজিয়নের প্রেসিডেন্ট মনোনীত

বিবিসিসিআই এর ডাইরেক্টর মিজানুর রহমান মিজান  তৃতীয় বারের মত বিবিসিসিআই নর্থ ওয়েষ্ট রিজিয়নের প্রেসিডেন্ট মনোনীত

বিবিসিসিআই নর্থ ওয়েস্ট রিজিওনের ইনুগারেশন বিজনেস  এওয়ার্ড এবং ডিনার অনুষ্ঠান গত রবিবার  (৬ এপ্রিল ২০২৫) সন্ধ্যায় এমপায়ার সুইটে অনুষ্টিত হয়। 

ব্রিটেন ও বাংলাদেশের জাতীয় সংগীতের মধ‍্য দিয়ে অনুষ্টান শুরু হয়। এতে উপস্থিত ছিলেন ম্যানচেস্টার, হাইড, ওল্ডহ্যাম, লীডস, বার্ণলি, লিভারপুল সহ নর্থওয়েস্ট ইংল্যান্ডের ভিন্ন ভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ কমিউনিটির নেতৃবৃন্দ । নর্থ ইংল্যান্ডের সাংবাদিক সুহৃদরা এতে উপস্থিত ছিলেন।লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাংবাদিক প্রতিনিধিরা সুদুর লন্ডন থেকে এখানে এসেছিলেন।

বিবিসিসিআই'র নর্থওয়েষ্ট রিজিয়নের প্রেসিডেন্ট বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক মিজানুর রহমান মিজান স্বাগত বক্তব্য‍ রাখেন ।

উল্লেখ এ বছর ১৪ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে মিজানুর রহমান মিজান তৃতীয় বারের মত প্রেসিডেন্ট মনোনীত হন।

সংগঠনটির সাধারন সম্পাদক আব্দুল মালিক আহাদের উপস্থাপনায় অন‍্যান‍্যের মধ্যে বক্তব্য রাখেন ম‍্যানচেষ্টারস্হ বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার মোঃ জয়াবেদ হসেন, টার্কি কনসুলেট সাফা সিয়াট, টেইম সাইডের মেয়র বেটি আক্লিফ, বিবিসিসিআই এর প্রেসিডেন্ট রফিক হায়দার, সাবেক প্রসিডেন্ট শাহগীর বক্ত ফারুক, সাবেক প্রেসিডেন্ট বশির আহমেদ, নর্থ ইষ্ট রিজিয়নের প্রেসিডেন্ট ডঃ শাহনুর খান, এসিস্টেন্ট ডিজি এমদাদ আহমদ, ডাইরেক্টর কাউন্সিলর জাহাংগীর হক সহ বিভিন্ন কমিউনিটির শ্রেণী পেশায় নিয়েজিত নেত্রীবৃন্দ। 

অনুষ্ঠানে পাঁচটি প্রতিষ্টান কে এওয়ার্ড প্রদান করা হয়।  যে সব ব্যবসায়িক প্রতিষ্ঠান কমিউনিটিতে এবং নিজ নিজ ব‍্যবসায় অসামান্য অবদান রাখছেন তাদের কে সম্মাননা পুরস্কার ক্রেষ্ট প্রদান করা হয়। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিবিসিসিআই ব্রিটেন ও বাংলাদেশের বিনিয়োগকারীদের মধ‍্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে, সেই সাথে ব্রিটেনে ও বাংলাদেশ বেড়ে ওঠা নতুন প্রজন্মের ছেলে মেয়েদের ব‍্যবসায় উদ্বুদ্ধ ও সহযোগিতা করতে বিবিসিসিআই দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে।

এতে ইংল‍্যান্ডের বিভিন্ন প্রান্তের ব্যবসায়িক, সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দর উপস্থিত ছিলেন । 


অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ম‍্যনচেস্টারের ব্যবস্থাপক আনিসুজ্জামান তালুকদার আনিস বিমানের পক্ষ একটি বিশাল কেক নতুন কমিটিকে উপহার দেন।