ইসলামী ব্যাংকে অভ্যন্তরীণ দ্বন্দ্বে দুপক্ষের হামলা, গুলি

ইসলামী ব্যাংকে অভ্যন্তরীণ দ্বন্দ্বে দুপক্ষের হামলা, গুলি

ইসলামী ব্যাংকের অভ্যন্তরীণ দ্বন্দ্বে দুপক্ষের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

রবিবার (১১ আগস্ট) সকালে রাজধানীর মতিঝিলে ব্যাংটির প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ নিয়ে ব্যাংকটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, ২০১৭ সালে ইসলামী ব্যাংকের অধিকাংশ শেয়ার কিনে নেয় এস আলম গ্রুপ। এর মাধ্যমে ব্যাংকটির মালিকানা বদল হয়। এর পর থেকে ব্যাংকটি স্বাভাবিক নিয়মে পরিচালিত হয়ে আসছে।

সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স আহরণ, ঋণ বিতরণ ও আমানত সংগ্রহ করে ইসলামী ব্যাংক এখন দেশের শীর্ষ বাণিজ্যিক ব্যাংক। বিগত ২০২৩ সালে ব্যাংকটি মোট আমানত পেয়েছে ১ লাখ ৫৩ হাজার ৪৫৬ কোটি টাকা। আর একই বছর ঋণ বিতরণ করেছে মোট এক লাখ ৪১ হাজার ৩৫ কোটি টাকা।

২০২৩ সাল শেষে ঋণ বিতরণ ও আমানত প্রাপ্তি- এ দুই ক্ষেত্রেই ইসলামী ব্যাংক দেশের শীর্ষস্থানে থাকা সোনালী ব্যাংককে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করে। 

রেমিট্যান্স সংগ্রহে আগে থেকেই ইসলামী ব্যাংক শীর্ষস্থানে ছিল। প্রতি মাসেই ব্যাংকটি ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পেয়ে থাকে। বছরশেষে ইসলামী ব্যাংকের মাধ্যমে আসা রেমিট্যান্সের পরিমাণ দাঁড়ায় ছয় বিলিয়নের মতো। এ পরিমাণ রেমিট্যান্স অন্য কোনো ব্যাংক আনতে পারেনি।

২০২৩ সালে ইসলামী ব্যাংক এক লাখ ৫৩ হাজার ৪৫৬ কোটি টাকা আমানত পায়। প্রবৃদ্ধি হয় ৯ শতাংশ। 

২০২৩ সালে ইসলামী ব্যাংক ঋণ বিতরণ করেছে ১ লাখ ৪১ হাজার ৩৫ কোটি টাকা।

২০২৩ সালে আর্থিক প্রতিবেদন অনুযায়ী দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক এখন থেকে ইসলামী ব্যাংক পিএলসি। ২০২৩ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকের শাখা ছিল ৩৯৪টি।