সিলেট নগরীর ফুটপাত দখলমুক্ত
পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করায় তিন দিন ধরে সিলেট নগরীর ফুটপাত অনেকটা দখলমুক্ত। এ অবস্থা সব সময় দেখতে চান নগরবাসী। এদিকে, নগরবাসীর দীর্ঘদিনের সমস্যা ফুটপাত দখলমুক্ত করায় সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্টদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটি ও সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
এক অভিনন্দন বার্তায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে সাধারণ জনগণের চলাচলের রাস্তা ফুটপাত দখল করে হকাররা ভাসমান ব্যবসা পরিচালনা করেন। এ অবস্থায় সিলেটের ব্যবসায়ীরা প্রতিনিয়ত সিসিক কর্তৃপক্ষকে ফুটপাত দখলমুক্ত করার দাবি জানান। অবশেষে সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রচেষ্টায় ফুটপাত দখলমুক্ত হয়।
ফুটপাত দখলমুক্ত হওয়ায় ব্যবসায়ী নেতৃবৃন্দ মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি নগরীতে অবৈধ সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড বন্ধের ব্যাপারে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। মেয়রের প্রচেষ্টায় এ সমস্যারও সমাধান হবে বলে তাদের আশা।
বিবৃতিদাতারা হলেন, সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট জেলার আহবায়ক মাহি উদ্দিন আহমদ সেলিম, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট জেলা সদস্য সচিব এবং সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিলেট জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি আতিকুর রহমান আতিক, সিলেট জেলার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, কেন্দ্রীয় দোকান মালিক সমিতির যুগ্ম দপ্তর সম্পাদক মো. নাহিদুর রহমান, কেন্দ্রীয় দোকান মালিক সমিতির যুগ্ম সাংগঠনিক সম্পাদক নিয়াজ আজিজুল করিম, মহানগর ব্যবসায়ী সমিতির সহ সভাপতি আব্দুর মল্লিক মুন্না, মিরাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফয়েজ আহমদ দৌলত, লালবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জায়েদ খান, কেন্দ্রীয় দোকান মালিক সমিতির যুগ্ম সমাজকল্যাণ সম্পাদক মো. মঞ্জুর আহমদ, কালিঘাট ডাক বাংলা রোড ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ জায়েদ উদ্দিন, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য শাহ আহমেদুর রব, কেন্দ্রীয় নজরুল ইসলাম সুমন, জেলা ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুল ইসলাম, সহ সভাপতি রাসেল আলী, মধুবন মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. আলী আফিক, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ফুয়াদ বিন রশিদ, ট্রেড সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি সাদ আহমদ, সাধারণ সম্পাদক রাজু আহমদ, দোকান মালিক সমিতির আহবায়ক কমিটির সদস্য মাশুক আহমদ, সদস্য ও নওয়াব আলী ব্যবসায়ী সমিতির সভাপতি হোসেন আলী, সাধারণ সম্পাদক কাজী বোরহান উদ্দিন, মিতালী ম্যানশন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মহিদুল হক, নয়াসড়ক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক তাহমিদুল হাসান জাবেদ, দরগাহ বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মুফতি নেহাল, ওয়াহিদ ভিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইয়াসিন সুমন, ওয়েস্ট ওয়ার্ল্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব এস, মুক্তিযোদ্ধা গলি ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুক আহমদ।