মসজিদে ইফতারি না পাওয়ায় দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০
মসজিদে ইফতারী না পাওয়ায় সুনামগঞ্জের তাহিরপুরে দু'পক্ষে সংঘর্ষে নারীসহ ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুত্ব আহত পাবেল মিয়া (২৩) কে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চারজনকে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মঙ্গলবার(১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামে ঘটনাটি ঘটে।
গ্রামবাসী জানায়, মন্দিয়াতা গ্রামের ময়না মিয়া সমজিদে ইফতারী দেয়। ইফতারী বিতরণ করার সময় সবাই পেলেও গ্রামের সাজিনুর মেম্বারের চাচাত ভাই রহিছ মিয়া পায়নি। এনিয়ে কথা-কাটাকাটি এক প্রর্যায়ে রহিছ মিয়ার তার লোকজন নিয়ে ময়না মিয়াও তার বসতবাড়িতে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায় এসময় ময়না মিয়া লোকজন তাদের বাধা দেয়ার চেষ্টা করলে না পারলে দু পক্ষে লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে দু পক্ষে ৩০ জন আহত হয় তাদের মধ্যে ফেরদৌসা বেগম (৫০) জামরুল মিয়া (২৫), পারুল বেগম (৫০), সালমান মিয়া (১৯) মুন্না মিয়া (১৪) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। গুরুত্বর আহত পাবেল মিয়া(২৩) কে আশংকা জনক অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।