রিসোর্টে পৃথক অভিযান: অসামাজিক কার্যকলাপের দায়ে নারী-পুরুষসহ আটক ২১

রিসোর্টে পৃথক অভিযান: অসামাজিক কার্যকলাপের দায়ে নারী-পুরুষসহ আটক ২১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুটি রিসোর্টে অভিযান চালিয়ে ১১ নারীসহ ২১জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

আজ শুক্রবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার ডলুছড়া এলাকার গ্রীন প্যালেস টি রিসোর্ট ও টংথাই রিসোর্টে যৌথভাবে অভিযান চালায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ।

 

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত দাস বলেন, আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।

 

জানা গেছে, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান এই রিসোর্টে অবস্থান করছেন এমন সংবাদে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী, বিজিবির ও পুলিশ। পরে তাকে পাওয়া যায়নি। এসময় অসামাজিক কাজের দায়ে ১১ নারী সহ আটক হন মোট ২১ জন।

 

আটককৃতরা হলেন- মীর মোহাম্মদ আব্দুর রউফ (৪৫),  মোঃ জাবেদ মিয়া (২৪), মোঃ ফয়সাল মিয়া (২৬), মোছাঃ নুসরাত জাহান ইশা (২২), মোছাঃ আফছানা (২১), সুমি আক্তার (২৫), সানজিদা আক্তার (২১), স্বপন সূত্রধর (২৮), মোঃ ফাহিম ইসলাম (২৮), রাহাত সিকদার (২৪), তানভীর আহমদ (২৭), সঞ্জয় রায় (২৫), মোঃ আব্দুল্লাহ (২৪), আব্দুল্লাহ (৩২), ইসরাত জাহান মিতু (২৪), মোছাঃ জান্নাত আক্তার (১৯), মোছাঃ আয়শা বেগম (২৪), মোছাঃ তাসনিম আক্তার (১৮),  মোছাঃ রাত্রি আক্তার (২০), মোছাঃ পাখি আক্তার (২০), মোছাঃ তাসফিয়া (২০)।