সিলেটে ঝুঁকিতে বিদ্যুৎ উপকেন্দ্র, রক্ষায় মাঠে সেনাবাহিনী

সিলেটে ঝুঁকিতে বিদ্যুৎ উপকেন্দ্র, রক্ষায় মাঠে সেনাবাহিনী

বন্যার কারণে সিলেটে সুরমা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ঝুঁকির মুখে পড়েছে দক্ষিণ সুরমার বরইকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র। মঙ্গলবার দুপুরে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৫৩ সেন্টিমিটার ওপর দিয়ে বইছিলো। এতে করে নদীতীরবর্তী বিভিন্ন স্থাপনা প্লাবিত হয়ে পড়ে। সবচেয়ে বেশি ঝুঁতির মুখে পড়ে দক্ষিণ সুরমার বরইকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র। 

এ অবস্থায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর আহবানে সাড়া দিয়ে বেলা ৪টার দিকে উপকেন্দ্র নিরাপদ রাখতে করণীয় নির্ধারণে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় সেনাবাহিনীর সদস্যদের সাথে সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে বেলা সাড়ে ৪টার দিকে ঝুঁকিতে পড়া বিদ্যুৎ উপকেন্দ্র রক্ষায় কাজ শুরু করে সেনাবাহিনীর সদস্যরা।

এরআগে সিলেট নগরীতে গত ২ জুন থেকে শুরু হওয়া বন্যায় ঝুঁকির মুখে পড়ে এ বিদ্যুৎ উপকেন্দ্র। ওই সময়ে সেনাবাহিনীর সহযোগিতায় নদীর তীরে বালির বস্তা ফেলে বাঁধ দিয়ে বিদ্যুৎ উপকেন্দ্রটি রক্ষা করা হয়