সিলেটে ২৪ ঘণ্টায় ১০ জনের দেহে ডেঙ্গু শনাক্ত

সিলেটে ২৪ ঘণ্টায় ১০ জনের দেহে ডেঙ্গু শনাক্ত

সিলেটে নতুন করে আরও ১০ জনের শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় তাদের দেহে এ ভাইরাস ধরা পড়ে। চলতি অক্টোবর মাসের মাত্র ১৯ দিনেই সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, এ নিয়ে ২০২৫ সালে বিভাগজুড়ে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৪৯ জনে।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৮ জন ডেঙ্গু রোগী। এদের মধ্যে:

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪ জন, হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন,সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, সিলেট পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ২ জন ডেঙ্গু রোগী।

এদিকে, এখন পর্যন্ত ডেঙ্গুতে সিলেট বিভাগে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি মশক নিধন কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন।