র ণ ক্ষে ত্র কোম্পানীগঞ্জ, দুই গ্রামবাসীর মধ্যে সং ঘ র্ষ

র ণ ক্ষে ত্র কোম্পানীগঞ্জ, দুই গ্রামবাসীর মধ্যে সং ঘ র্ষ

মাছ বিক্রিকে কেন্দ্র করে সিলেটের কোম্পানীগঞ্জে সংঘর্ষ হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে।

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজারের বউবাজারে এই সংঘর্ষ হয়। দুপুর আড়াইটায় শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছে। বেশ কয়েকজন হতাহতের আশংকা তৈরী হয়েছে।

পুলিশ ও স্থানীয় জানায়, সকালে বউবাজারে মাছ ব্যবসায়ীদের মধ্যে মাছ বিক্রি নিয়ে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। যা দুই গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী লাঠি ও দেশীয় অস্ত্র হাতে একে অপরের উপর হামলা চালায়। চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে বেশ কয়েকজন আহত হওয়ার আশংকা করা হচ্ছে।
 
কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মাসুদ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, মাছ বিক্রি নিয়ে বাক বিতন্ডার জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রনে রয়েছে।