সিলেটে পুলিশের পৃথক অভিযানে চার ছিনতাইকারী গ্রেফতার

সিলেটে পুলিশের পৃথক অভিযানে চার ছিনতাইকারী গ্রেফতার

সিলেট নগরীতে পৃথক অভিযান চালিয়ে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ করেছে ২টি সিএনজি অটোরিকশা। সোমবার (২০ জানুয়ারি) রাতে নগরীর দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

পুলিশ জানায়, সোমবার রাতে নগরীল মিরাবাজার এলাকায় ছিনতাইয়ের চেষ্টা করে একটি চক্র। এসময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, শাহপরাণ থানার বালুরচ এলাকার কাদির মিয়ার ছেলে বিল্লাল আহমদ এবং জালালাবাদ থানার টুকেরবাজার ভাইয়ারপাড় গ্রামের নূর মিয়ার ছেলে আক্তার আহমদ। এসময় তাদের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা (সিলেট-থ-১২-৩৮৪০) জব্দ করা হয়। 

এদিকে, একই রাতে নগরীর পাঠানটুলা এলাকায় ছিনতাই করার সময় আরো ২ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তারা হচ্ছেন- মোগলাবাজার থানার পশ্চিমপাড়ার হাসামপুর গ্রামের মো. ছিদ্দিক আলীর ছেলৈ মো. হামিদুর রহমান  এবং নগরীর  ইলেকট্রিক সাপ্লাই রোড এলাকার মৃত আজমল হোসেনের ছেলে আজহার। ছিনতাইকাজে তাদের ব্যবহৃত সিএনজি অটোরিকশা (সিলেট-থ-১২-৩৪৫৪) জব্দ করে পুলিশ। 

তাদেরকে আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।