ওসমানীনগরে ঈদে মীলাদুন্নবী (সা:)'র মোবারক র‍্যালী

ওসমানীনগরে ঈদে মীলাদুন্নবী (সা:)'র মোবারক র‍্যালী

সিলেটের ওসমানীনগরে জালালিয়া আল কুরআন গবেষনা পরিষদের উদ্যোগে ও আনজুমান আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা:)'র মোবারক র‍্যালী সম্পন্ন। শনিবার সকাল ১০ টায় গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে জমায়েত হয়ে র‍্যালী বের হয়। সিরেট-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে তাজপুর হয়ে মোল্লা পাড়া আহমদিয়া দাখিল মাদরাসায় এসে আলোচনা সভার মাধ্যমে সমাপ্তি হয়। ‌র‍্যালীতে উপস্থিত ছিলেন, জালালিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, সহ সভাপতি হাজী আজির উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান শিবলী, সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনভী, মাওলানা আব্দুর রব, কামাল আহমদ, কাজী মাওলানা আবুল কালাম আজাদ,মাওলানা হুমায়ুনুর রহমান লেখন, তৌরিছ আলী, হাফিজ আজাদ আলী, মাহবুব খান, ফয়ছল ইসলাম, তালামীযে ইসলামিয়া ওসমানীনগরের সভাপতি আব্দুল তোয়াহিদ তুহিন, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম রাফি প্রমূখ।
 প্রতিকুল আবহাওয়ার মধ্যে নবী প্রেমিকদের দেখা যায় বিভিন্ন কালিমা খচিত পতাকা হাতে তারা শিল্পির কন্ঠে নাত গাইতে। র‍্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ আল মাহমুদ, মাওলানা আসগর আলী।