কেমন হচ্ছে পাকিস্তানের জোট সরকার

কেমন হচ্ছে পাকিস্তানের জোট সরকার

দফায় দফায় ম্যারাথন বৈঠকের পর অবশেষে ক্ষমতার ভাগাভাগি সূত্রে সমঝোতায় এসেছে পাকিস্তানের অন্যতম প্রধান দুটি দল- নওয়াজ শরিফের পিএমএল-এন ও বিলাওয়াল ভুট্টোর পিপিপি। সমঝোতার শর্ত হলো নওয়াজের ছোট ভাই ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে প্রধানমন্ত্রী পদে মনোনীত করা হবে এবং বিলাওয়ালের পিতা ও দেশটির সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে প্রেসিডেন্ট পদে সমর্থন দেওয়া হবে। এ ছাড়া আরও কিছু শর্তে দুটি দল গত মঙ্গলবার নিজেদের মধ্যে সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছে। খবর ডন ও জিও নিউজ।

পাকিস্তানে ৮ ফেব্রুয়ারি জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদে নির্বাচনের পর কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট গঠন নিয়ে মারাত্মক টানাপড়েন দেখা দেয়। অন্যদিকে কারাবন্দি ইমরান খানের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি আসনে জয়ী হওয়ায় সংকট আরও ঘনীভূত হয়। পিএমএল-এন ও পিপিপির পাশাপাশি অন্য দলগুলোর সঙ্গে জোট করে ইমরানও সরকার গঠনের চেষ্টা অব্যাহত রাখছেন। গত মঙ্গলবার গভীর রাতে সমঝোতার খবরের পর ধারণা করা হচ্ছে, সরকার গঠন নিয়ে চলমান সংকটের অবসান হতে চলেছে। পিপিপি-প্রধান এই সমঝোতার ঘোষণা দেন। এ সময় বিলাওয়ালের পাশে বসে থাকা শেহবাজ শরিফ বলেন, সরকার গঠনের জন্য দুটি দলের সংখ্যা এবং অন্য ছোট দলগুলোরও সমর্থন রয়েছে। প্রসঙ্গত, নির্বাচনের ফলাফলে পিএমএল-এন পেয়েছে ৭৯টি আসন এবং পিপিপি পেয়েছে ৫৪টি আসন। অন্যদিকে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৯২ আসনে।

খবরে বলা হয়েছে, আসন্ন জোট সরকারে কোনো পর্যায়েই মন্ত্রিসভায় অংশগ্রহণ করছে না বিলাওয়াল ভুট্টোর পিপিপি। তবে প্রেসিডেন্টসহ শীর্ষ সাংবিধানিক পদে তারাই বসবে। এমনকি তারা পাঞ্জাবের মন্ত্রিসভাতেও তারা অংশগ্রহণ করবে না। তা হলে পিপিপি কোন কোন পদ পাচ্ছে প্রেসিডেন্ট, সিনেট চেয়ারম্যান, পাঞ্জাবের গভর্নর, বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী, জাতীয় পরিষদে ডেপুটি স্পিকার। এর বিনিময়ে পাঞ্জাবে সরকার গঠনে পিএমএল-এনকে সমর্থন দেবে পিপিপি। অন্যদিকে পিএমএল-এন পাচ্ছেÑ প্রধানমন্ত্রী, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, জাতীয় পরিষদের স্পিকার, সিন্ধু ও বেলুচিস্তানে গভর্নর। দেশটির সংবিধান অনুযায়ী ২৯ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় পরিষদে একটি অধিবেশন আহ্বান করতে হবে, যেখানে নতুন প্রধানমন্ত্রী ভোটে নির্বাচিত হতে হবে।

পাকিস্তানের প্রথম নারী মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ : পিএমএল-এন দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও নওয়াজকন্যা মরিয়ম নওয়াজ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে চলেছেন। এটি হলে তিনিই হবেন দেশটির প্রথম কোনো নারী মুখ্যমন্ত্রী। আগে থেকেই জল্পনা ছিল, মরিয়ম নওয়াজ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হবেন। কিন্তু পিপিপি-পিএমএল-এন সমঝোতার পর বিষয়টি আরও পরিষ্কার হলো।