বাংলাদেশ থেকে ৭২৫ সেনা নেবে কাতার

বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ থেকে ৭২৫ সেনা নেয়ার কথা জানিয়েছে উপসাগরীয় দেশ কাতার। এমন এক সময় দেশটি এই সিদ্ধান্তের কথা জানিয়েছে, যখন তেল ও গ্যাসসমৃদ্ধ উপসাগরীয় দেশটির সাথে সম্পর্ক বৈচিত্র্যকরণে জোর দিচ্ছে বাংলাদেশ।
কাতারের দোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলনের’ ফাঁকে বার্তা সংস্থা ইউএনবির সাথে আলাপে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘আগামী দুই মাসের মধ্যে কাতারে এই সেনা পাঠাতে পারবে বাংলাদেশ। ভবিষ্যতে এই সংখ্যা আরো বাড়ানোর চেষ্টা করা হবে।’
আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বর্তমানে দোহা সফরে রয়েছে।
প্রেস সচিব বলেন, ‘কাতারের সাথে জ্বালানি সহযোগিতা আরো বাড়াতে চাচ্ছে বাংলাদেশ। এমনকি যাদের গ্যাস দরকার পড়বে, এমন বিনিয়োগকারীদের সংখ্যাও বাড়াতে চাচ্ছে বাংলাদেশ।’
কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানিতে দীর্ঘমেয়াদি একটি চুক্তি আছে জানিয়ে শফিকুল আলম বলেন, ‘জ্বালানি খাতে সহযোগিতা আরো সম্প্রসারিত করতে আলোচনা করবে বাংলাদেশ।’
কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি জায়ান্ট কাতার এনার্জি এলএনজির পাওনা তিন হাজার সাত শ’ কোটি ডলার আগামী কয়েকদিনের মধ্যেই শোধ করা হবে বলেও জানান শফিকুল আলম। তিনি বলেন, আসছে দিনগুলোতে উপসগারীয় দেশটির সাথে বাংলাদেশের সম্পর্ক আরো জোরদার হবে।
২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠেয় এবারের আর্থনা শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান।’ চার দিনের এ সফর চলাকালে ড. ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
সূত্র : ইউএনবি