রাষ্ট্রপতি ইস্যুতে সিদ্ধান্ত নিতে আলোচনা হচ্ছে : তথ্য উপদেষ্টা

রাষ্ট্রপতি ইস্যুতে সিদ্ধান্ত নিতে আলোচনা হচ্ছে : তথ্য উপদেষ্টা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবন কোনো ধরনের বিক্ষোভ বা আন্দোলন না করতে সকলের প্রতি আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, এ বিষয়টি দেশের আইন কিংবা সংবিধানের সঙ্গে সম্পৃক্ত নয়। এটি পুরোপুরি একটি রাজনৈতিক বিষয়। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে।

আজ বুধবার (২৩ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘সরকার দেশের জনগণের মেসেজ পেয়েছে। আমরা এখন এ বিষয়টি নিয়ে আলোচনা করছি। আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্তে যেতে হবে। সবাইকে শান্ত থাকার এবং সচেতন থাকার আহ্বান থাকবে।’