যুক্তরাজ্যের লোওয়েস্টফ্টে প্রথম মেয়র হলেন জগন্নাথপুরের নাসিমা

যুক্তরাজ্যের লোওয়েস্টফ্টে প্রথম মেয়র হলেন জগন্নাথপুরের নাসিমা

যুক্তরাজ্যের লোওয়েস্টফ্ট টাউন হল থেকে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নাসিমা বেগম। গত মঙ্গলবার যুক্তরাজ্যের লোওয়েস্টফ্ট টাউন হল নির্বাচনে তিনি মেয়র নির্বাচিত হন।

নাসিমা বেগম সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান প্রয়াত আব্দুল হাশিমের মেয়ে। নাসিমার জন্ম যুক্তরাজ্যের লোওয়েস্টফ্ট টাউনে। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি তৃতীয়।

নাসিমার মামাতো ভাই মিলাদ হোসেন শুভ এ তথ্য জানান। তিনি বলেন, কমিউনিটিতে মানুষের সঙ্গে সুসম্পর্ক থাকা এবং সমাজসেবায় নিজেকে নিয়োজিত রাখার সুবাদে যুক্তরাজ্যে লোওয়েস্টফ্ট টাউন হলের টানা তিনবারের ডেপুটি মেয়র থাকার পর নাসিমা বেগম এবার মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

এ বিষয়ে এক্স প্ল্যাটফরমে নিজের ছবি পোস্ট করে গত বুধবার নাসিমা বেগম লেখেন, ‘তিন বছর ডেপুটি মেয়র থাকার পর লোওয়েস্টফ্ট টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত হওয়া আমার জন্য সম্মানের। আমার প্রতি আস্থা রাখার জন্য সহকর্মী কাউন্সিলরদের ধন্যবাদ। আশা করি, সবার সহযোগিতা পেলে আমি ভালো কিছু করতে পারব।’