বিমানবন্দরে আটক হওয়া সেই স্বর্ণমানবকে জেলে প্রেরণ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধ উপায়ে নিয়ে আসা স্বর্ণসহ আটক আলিম উদ্দিনকে (৩৬) জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
শনিবার (২৬ এপ্রিল) তাকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠায় পুলিশ।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।
এর আগে আলিমের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধ উপায়ে নিয়ে আসার দায়ে ২ কেজি স্বর্ণসহ আলিমকে আটক করা হ। তিনি বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২৪৮-এ করে দুবাই থেকে শুক্রবার সকাল ৯টা ২২ মিনিটের সময় সিলেট এয়ারপোর্টে আসেন।
আলিম উদ্দিন সিলেটের গোয়াইনঘাট উপজেলার গহরা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।
বিমানবন্দর কাস্টমস সূত্র জানায়, আলিম উদ্দিন দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের যাত্রী ছিলেন। তাঁর বাড়ি সিলেটে হলেও তিনি রাজধানী ঢাকায় অবতরণের টিকিট করেছিলেন। কিন্তু ফ্লাইটটি ৯টা ২২ মিনিটে সিলেটে অবতরণের পর তাঁকে বিমানের ভেতর থেকে নামিয়ে আনেন কাস্টমস ও এনএসআইয়ের গোয়েন্দারা। পরে স্ক্যানারে পরীক্ষার মাধ্যমে তাঁর পরণের কাপড়ে সোনা গলিয়ে আনার বিষয়টি ধরা পড়ে।
জিজ্ঞাসাবাদেও আলিম উদ্দিন বিষয়টি স্বীকার করেন। তল্লাশিকালে তার পরিহিত চারটি অন্তর্বাস, দুটি গেঞ্জি, একটি শার্ট, প্যান্টসহ আটটি কাপড়ে স্বর্ণের অস্তিত্ব ধরা পড়ে। পরে কাপড়গুরো জব্দ পুড়িয়ে স্বর্ণ জব্দ উদ্ধার করা হয়।
গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, আলিমের সঙ্গে একই বিমানে আরেকজন সোনা চোরাচালানকারী ছিলেন। তাঁকে ঢাকা বিমানবন্দরে আটক করা হয়েছে।
সিলেট কাস্টমসের সহকারী কমিশনার (অতিরিক্ত দায়িত্ব বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগ) ইনজামাম-উল-হক শুক্রবার গণমাধ্যমকে বলেন- জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ ২ কেজি ১৯৫ গ্রাম।