যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য আবেদনের নতুন রেকর্ড

যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য আবেদনের নতুন রেকর্ড

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের আবেদনের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ১৯৭৯ থেকে এখন পর্যন্ত ২০২৪ সালে সর্বোচ্চ সংখ্যক আশ্রয়প্রার্থীদের আবেদন রেকর্ড করা হয়েছে।

শুক্রবার ( ২৮ ফেব্রুয়ারি) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার হোম অফিসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মোট ১ লাখ ৮ হাজার ১৩৮ আশ্রয় প্রার্থী আবেদন করেছেন। এ সংখ্যা ২০২৩ সালের তুলনায় ১৮ শতাংশ বেশি। এছাড়া এ বছর ২০২১ সালের তুলনায় প্রায় দ্বিগুণ আবেদন পড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই পরিসংখ্যানটি ছোট নৌকায় আগমনকারীদের মধ্যে উল্লেখযোগ্য বৃদ্ধি নির্দেশ করে, যা গত কয়েক বছর ধরে অব্যাহত রয়েছে।

২০২৪ সালে ছোট নৌকায় আগমনকারী আশ্রয়প্রার্থীদের সংখ্যা ২০২৩ সালের তুলনায় ২৫ শতাংশ বেড়েছে। যদিও এটি ২০২২ সালের শীর্ষ পরিসংখ্যানের তুলনায় ২০ শতাংশ কম।

আনাদোলু জানিয়েছে, ২০২৪ সালে প্রাথমিক সিদ্ধান্তের অপেক্ষায় থাকা আশ্রয়প্রার্থীদের সংখ্যা ৫ শতাংশ কমে ৯০ হাজার ৬০০ জনে নেমে এসেছে, যা প্রায় এক লাখ ২৪ হাজার ৮০০ জনকে প্রভাবিত করেছে। তবে, এই কমে যাওয়া সত্ত্বেও ২০২২ সালের পূর্ববর্তী স্তরের তুলনায় এখনো বেশি।

হোম অফিস আরও জানিয়েছে, ২০২৪ সালে অভিবাসন আটক কেন্দ্রে রাখা মানুষের সংখ্যা ১২ শতাংশ বেড়েছে।

এদিকে, যুক্তরাজ্য ২০২৪ সালে দুই হাজার ২৫১ জনকে ফেরত পাঠিয়েছে। এসব অভিবাসী ছোট নৌকায় করে দেশটিতে প্রবেশের চেষ্টা করেছিলেন। এ সংখ্যা আগের বছরের তুলনায় ১০ শতাংশ বেশি।

আশ্রয়প্রার্থীদের সংখ্যা ও ফেরত পাঠানোর পাশাপাশি, নাগরিকত্বের জন্য আবেদনকারী মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৪ সালে দুই লাখ ৬৯ হাজার ৬০০ জন নাগরিকত্ব পেয়েছেন।