নিম্নচাপের প্রভাবে সিলেটে ভারী বৃষ্টিপাত, বাড়ছে নদনদীর পানি

নিম্নচাপের প্রভাবে সিলেটে ভারী বৃষ্টিপাত, বাড়ছে নদনদীর পানি

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাব পড়েছে সিলেটেও। শুক্রবার (৩০ মে) গভীর নিম্নচাপটি স্থল নিম্নচাপে রূপ নিয়ে ঢাকা ও এর আশপাশ এলাকায় অবস্থান করায় ভোররাত থেকে সিলেটে বৃষ্টিপাত শুরু হয়েছে। সকাল সাড়ে ১১টা পর্যন্ত সিলেটে মুষলধারে বৃষ্টি ঝরছিল। ভারি বৃষ্টিপাতের কারণে ভোগান্তিতে পড়েছেন মানুষজন।

সিলেট আবহাওয়া অফিসের তথ্য মতে সিলেটে শুক্রবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে গত ২৪ ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৮৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সেজিব হোসাইন বলেন, গভীর নিম্নচাপটি আজ স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। যার কারণে আজ দিনভর সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

অন্যদিকে, ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত ২১৭মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে সেদেশের আবহাওয়া অফিস। যার কারণে উজানের ঢল ও বৃষ্টিপাতে কারণে সিলেটের সকল নদ নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। 

শুক্রবার সকালে পানি উন্নয়ন বোর্ডে তথ্যমতে, সিলেটের সুরমা, কুশিয়ারা, ধলাই, পিয়াইন ও সারি নদীসহ সবকটি নদনদীর পানির সমতল মান বৃদ্ধি পেয়েছে। তবে কোনো পয়েন্টে পানি বিপৎসীমা ছাড়িয়ে যায়নি।   

বৃহস্পতিবার বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। সৃষ্ট গভীর নিম্নচাপটি শুক্রবার সকালে স্থল নিম্নচাপ আকারে ঢাকা ও এর আশপাশে অবস্থান করে। আজ এটি লঘুচাপে পরিণত হবে। অর্থাৎ আজকের মধ্যেই এর শক্তি অনেকটাই কমে আসবে। তবে এর প্রভাবে আজ দিনভর বৃষ্টি হবে এবং আগামীকাল শনিবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। 

আবহাওয়া অধিদপ্তর এর মধ্যে জানিয়েছে, আজ এই নিম্নচাপের প্রভাবে দেশের অন্তত পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।