ক্লাব কাপ হকি ২০২৪ নিয়ে কিছু কথা
পুরো খেলাটা দেখলাম। হতাশা আর হতাশা। একজন সাবেক আবাহনীর খেলেয়াড় হিসেবে আমার কাছে মনে হয়েছে আমাদের টিম ওয়ার্ক বা টিম কম্বিনেশনের অভাবে এত তারকা খেলোয়াড় থাকা সত্বেও আমাদের প্রান প্রিয় আবাহনী হারলো। কোন ফরমেটে খেললো ঠিকমত বুজলাম না। টিম কম্বিনেশন ছাড়া শিরোপা ঘরে তোলা অসম্ভব। এ খেলা দিয়ে লীগ চ্যাম্পিয়ন হওয়া সম্ভব না।
গোলরক্ষক গত খেলায় দলকে বিজয়ী করতে অনেক সাহায্য করেছে কিন্তু দুঃখের বিষয় তার সামান্য ভুলের জন্য যদিও গোল হয়েছে বলে আমি মনে করি এই এংগেল থেকে সচরাচর গোল হয় না। কিন্তু আমাদের টিম ৫০ মিনিটে একটি গোলের মুখ দেখেনি। বিদেশী খেলোয়াড় আশানুরুপ দেখাতে পারি নি এবং আমাদের স্থানীয় খেলোয়াড়দের সাথে সমন্ময়ে দারুন অভাব আমার কাছে পরিলক্ষিত হয়েছে তা না হলে ৭/৮ টি পেনাল্টি কর্নার থেকে একটিও গোল করতে পারেনি। আমাদের সময় আমাদের জুম্মান ভাইর শট থেকে অনেক গোল পেয়েছি। কাঞ্চন ভাই ও দোলন ভাই বল ষ্টপ করতেন জুম্মান ভাই হিট করতেন শেষের দিকে রিপন ভাই বল ষ্টপ করতেন আর জুম্মান ভাই হিট করে আবাহনীর বিজয় নিশ্চিত করতেন কিন্তু অবাক হলাম তোমরা কেউ টিকমত একটি বল পোষ্টে হিট করতে পারলে না। যদি ৫০% পেনাল্টি শর্ট কাজে লাগাতে পারতে তা হলে ৪-২ গোলে আবাহনী জয় চিনিয়ে আনতে পারত ।
অত্যান্ত দুঃখের বিষয় আজকের খেলা অনেক কে হতাশ করেছে। কোচ ও ম্যানেজারকে আরও সতর্ক হয়ে টিম ফরমাট এমনকি বিদেশী খেলোয়াড় পরিবর্তন করতে হবে। আমার মতে আজকের খেলা যদি শুধু স্থানীয় খেলোয়াড় ১০০% এফোর্ড দিয়ে খেলতো তা হলে আজকের যে খেলা খেলেছে তার চাইতে ভাল খেলতো।
আমি দীর্ঘদিন আবাহনীতে খেলেছি তাই এই হার মানতে কষ্ট হচ্ছে। আমি আমার ব্যক্তিগত মতামত শেয়ার করলাম। গতকাল কয়েক খেলোয়াড়ের সাথে কথা হয়েছে বিদেশে থেকেও তাদের উৎসাহ ও অনুপ্রেরনা দিচ্ছি ইনশা আল্লাহ আশা করি আজকের ভুল থেকে আগামীতে সংশোধন হবে। রিপন ভাই ও হারুনের সাথে প্রায় কথা হয় হকি টিম নিয়ে। লন্ডন থাকলেও মন পড়ে থাকে দেশে। বিদেশ থাকলেও আবাহনী ক্লাবের আমার সম্পর্ক আমার আত্মার সম্পর্কের মত।যতদিন বেচে আছি হকির সাথে সম্পর্ক থাকবে।
পরিশেষে হকি ফেড়ারেশনের সকল কর্মকর্তা ও যারা মাঠের দায়িত্বে ছিলেন তাদেরকে ধন্যবাদ। বিশেষ করে সাইদ ভাইকে ধন্যবাদ এ কৃতজ্ঞতা প্রকাশ করছি লাইভ হকি আয়োজন করার জন্য, আমার বিশ্বাস সঠিক সময় সঠিক কাজ করেছেন। তা দর্শকনন্দিত।
তবে হকি ফেডারেশনের কাছে অনুরোধ টিম প্লেয়ার , টিম কর্মকর্তা এবং সাংবাদিক ছাড়া ঢালাও ভাবে ফাইনাল ম্যাচ এ ঢুকতে দেওয়া মোটেই সমিচিন হয়নি।
আন্তর্জাতিক অঙ্গনে এর প্রভাব পড়বে। আমাদের আরও বেশী সহনশীল হওয়া উচিত। আজকের এই খেলা বিশ্বের বিভিন্ন দেশের হকি খেলেয়াড় এবং কর্মকর্তা দেখতে পারে, যা কিছুটা হকির আয়োজকদের ভাবমূর্তি মলিন হবে। দর্শক থাকবে গ্যালারিতে দর্শক যদি মাঠে আসে তা হলে খেলোয়াড়দের মানসিক চাপ পড়ে এবং খেলোয়াড় হিসেবে আমি তা উপলব্দি করেছি। লীগ কমিটির কর্মকর্তাদের নিজস্ব টিম থাকায় অনেক টিম এডভানটেজ নিতে চায় তবে এ টুর্নামেন্টে সব টিমের কর্মকর্তাদের ভুমিকা ছিলো সত্যিই প্রসংশনীয় ।আমার বিশ্বাস লীগ কমিটি আরও সতর্ক হবেন মাঠে দর্শককে ঢুকতে দিবেন না। আমি আমার ব্যক্তিগত মতামত শেয়ার করলাম কাউকে আঘাত কিংবা খুশি করার জন্য লিখিনি। সবাই ভাল থাকবেন হকির সাথে আছি এবং সব সময় সাথে থাকবো।
মেরিনার টিমকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আমার আবাহনীর খেলোয়াড়দের প্রতি সহানুভতি। গতকাল মেরিনার ক্লাবের কোচ আমার খুব প্রিয় ছোট ভাই মামুনের সাথে ফাইনাল নিয়ে কথা হয়েছে, কথা প্রসংগে মামুন আমাকে বলেছে “ দোয়া করবেন যাতে জয়ী হই” আমি উত্তরে সরাসরি বলেছি দোয়া করতে পারবো না কারন আবাহনীর সাথে খেলা তাই। তবে যে দল ভাল খেলবে তাদের জন্য রইলো শুভ কামনা। মেরিনার ক্নারের খেলোয়াড় মাঠে শতভাগ চেষ্টা করেছে পক্ষান্তরে আবাহনী চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে যা আবাহনীর হকি প্রেমিককে হতাশা করেছে। আন্তর্জাতিক রেফারী সেলিমসহ সকল হকি আম্পায়ারদের প্রতি কৃতজ্ঞতা, সফল ভাবে শেষ করার জন্য।
আগামী মাসের ৮ তারিখ লীগ শুরু হচ্ছে জেনে সত্যিই আনন্দিত। আমার বিশ্বাস হকি ফেড়ারেশন সুন্দর ও সফল ভাবে সকল টিমের সহযোগিতায় লীগ সম্পন্ন করবেন।
ধন্যবাদ
মিজানুর রহমান মিজান
সাবেক হকি খেলোয়াড়
ঢাকা মোহামেডান ও অধিনায়ক ঢাকা আবাহনী হকি টিম