ক্লাব কাপ হকি

আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন মেরিনার্স

আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন মেরিনার্স

ক্লাব কাপ হকিতে শিরোপা ধরে রেখেছে ঢাকা মেরিনার ইয়াংস। গতকাল মাওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আবাহনীকে ২-০ গোলে পরাস্ত করে মেরিনাররা। ক্লাব কাপে এটি তাদের দ্বিতীয় শিরোপা। ২০২১ সালে আবাহনীকেই ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ক্লাব কাপ শিরোপা জেতে মেরিনার্স। গতকাল বিকাল ৫টায় ক্লাব কাপের ফাইনাল শুরু হওয়ার কথা থাকলেও ১৫ মিনিট দেরিতে শুরু হয় শিরোপার লড়াইটি। ম্যাচের প্রথম কোয়ার্টারে আবাহনী কয়েকটি আক্রমণ করে। দ্বিতীয় কোয়ার্টারের পঞ্চম মিনিটে এগিয়ে যায় মেরিনার্স। বাঁ প্রান্ত থেকে এক আক্রমণে বক্সের মধ্যে রিভার্স হিটে ফিল্ড গোল করেন ভারতীয় খেলোয়াড় দীপক। 

ঘরোয়া হকির বড় দুই দলের ম্যাচ মানেই আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ-পাল্টা প্রতিবাদ। দ্বিতীয় কোয়ার্টারের ১২তম মিনিটে পেনাল্টি কর্নার নিয়ে ঝামেলা শুরু হয়। আম্পায়ার আবাহনীর পক্ষে পেনাল্টি কর্নারের সিদ্ধান্ত দেন।

মেরিনার্স আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে টেন্টে চলে যায়। ফেডারেশনের সাধারণ সম্পাদক ও লীগ কমিটির সম্পাদক মাঠে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। টিভি আম্পায়ার রিভিউ দেখে পেনাল্টি কর্নার নিশ্চিত করেন। এরপরও মেরিনার্স প্রতিবাদ করতে থাকে। কিছুক্ষণ পর মেরিনার্স পেনাল্টি কর্নার মেনে নিয়ে খেলতে নামে। সেই পেনাল্টি কর্নার নিয়ে অবশ্য আবাহনী তেমন কিছু করতে পারেনি। 

তৃতীয় কোয়ার্টারে মেরিনার্স ব্যবধান দ্বিগুণ করে। শেষ মিনিটে মেরিনার্স পেনাল্টি কর্নার পায়। সেই কর্নার থেকে পেনাল্টি স্ট্রোক আদায় করে নেয় মেরিনার্স। এতে অধিনায়ক ফজলে হোসেন রাব্বি গোল করেন। শেষ কোয়ার্টারে আবাহনী ম্যাচে ফেরার চেষ্টা করে। এই কোয়ার্টারে আবাহনী দুটি পেনাল্টি কর্নার পেলেও ব্যবধান কমাতে পারেনি। আবাহনীতে চার ভারতীয় খেলোয়াড়ের পাশাপাশি বাংলাদেশ জাতীয় দলের অনেকে ছিলেন। বিশেষ করে দেশীয় তারকা খেলোয়াড় আশরাফুল ইসলামকে সেভাবে দেখা যায়নি টার্ফে। অন্যদিকে মেরিনার্স তুলনামূলক সাধারণ দল নিয়ে নিয়ন্ত্রিত হকি খেলে কার্যকরী দুই গোল আদায় করে চ্যাম্পিয়ন হয়েছে। 

২০২১ সালে প্রথম ক্লাব কাপ হকির শিরোপা জেতা ঢাকা মেরিনার ইয়াংসের এটি ছিল তৃতীয় ফাইনাল। আবাহনীর এটি ছিল দশম ফাইনাল। ক্লাব কাপ হকির ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মেরিনার্সের অধিনায়ক ফজলে হোসেন রাব্বি। টুর্নামেন্ট সেরা হয়েছেন আবাহনীর ডিফেন্ডার আশরাফুল ইসলাম। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলকে ট্রফি ও মেডেল প্রদান করেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এবং নৌবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। এ সময় হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ, টুর্নামেন্ট কমিটির সম্পাদক খাজা তাহের লতিফ মুন্না, ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাহবুবুল এহসান রানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।