শাহপরাণ এলাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

শাহপরাণ এলাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

সিলেট মহানগরের শাহপরাণ এলাকায় ট্রাকের ধাক্কায় মো. জুনেদ খান (৩৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। তিনি পীরের বাজার এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে শাহপরান থানাধীন বিআরটিসি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সড়ক দিয়ে হাঁটার সময়ে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় ওই পথচারী আহত হন। পরবর্তীতে স্থানীয় লোকজন আহত অবস্থায় পথচারীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহপরান থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।