যুক্তরাজ্যের ওল্ডহামে “মিট এন্ড গ্রিট” অনুষ্ঠান

সরকার সবসময়ই সাংবাদিক ও সংবাদপত্রের কণ্ঠরোধ করতে চায় : মতিউর রহমান চৌধুরী

সরকার সবসময়ই সাংবাদিক ও সংবাদপত্রের কণ্ঠরোধ করতে চায় : মতিউর রহমান চৌধুরী

দৈনিক মানবজমিন’র প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেছেন, সাংবাদিকতা একটি মহান ও ঝুঁকিপূর্ণ পেশা। সততা, নিরপেক্ষতা ও নির্ভীকতা এই পেশার ধর্ম। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে এইটা অনেকেই রক্ষা করতে পারেন না। সরকার সবসময়ই সাংবাদিক ও সংবাদপত্রের কণ্ঠরোধ করতে চায়। তাই অনেকেই জেল জুলুমের ভয়ে সত্য প্রকাশ করতে চান না। আবার অনেকেই সরকারের আনুগত্য লাভের আশায় সত্য প্রকাশে বিমুখ থাকেন।স্বাধীনতাউত্তর বাংলাদেশে সাংবাদিকতার এই ধারাই চলে আসছে।

যুক্তরাজ্য সফরকারী বর্ষিয়ান সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর সম্মানে যুক্তরাজ্যের ওল্ডহামের এম্পায়ার স্যুটে ৮ সেপ্টেম্বর  রোববার আয়োজিত “মিট এন্ড গ্রিট” অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পিবিটিভি আয়োজিত এই অনুষ্ঠানে মত বিনিময়ে গ্রেটার ম্যানচেস্টারে বসবাসরত সাহিত্যিক-সাংবাদিক-রাজনীতিক-ব্যবসায়ীসহ গণ্যমান্য বাংলাদেশী বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। মতবিনিময়ে আগত ব্যক্তিদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশ এখন একটি সংকটকালীন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকট উত্তরণের জন্য দেশে প্রবাসে সকল নাগরিককে কাজ করতে হবে।দেশের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নির্মানে সবাইকে এগিয়ে আসতে হবে। 

প্রবাসীদের প্রসঙ্গে বলতে গিয়ে বৃহত্তর সিলেটের কৃতি সাংবাদিক মতিউর রহমান চৌধুরী বলেন, যুক্তরাজ্য-প্রবাসী জনগোষ্ঠী কঠিন পরিশ্রম করে তাদের উপার্জিত বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন। কয়েক প্রজন্ম ধরে সিলেটিরা যুক্তরাজ্যে বসবাস করে দেশকে অনেক কিছু দিয়েছেন, এখনো দিয়ে যাচ্ছেন। কিন্তু সিলেটিদের পাঠানো এই বিপুল অর্থ কোনো উৎপাদনশীল খাতে ব্যয় হচ্ছে না। শহর গ্রামে কোটি কোটি টাকায় বাড়ি নির্মান করা হচ্ছে।কিন্তু কোনো কল কারখানা বৃহত্তর সিলেটে গড়ে উঠছে না। সৃষ্টি হচ্ছে না কর্মসংস্থানের সুযোগ।

তার দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, জীবনে অনেক প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছি। কিন্তু কখনো থেমে থাকিনি। সকল প্রতিকূলতা-প্রতিবন্ধকতা অতিক্রম করে আজ এ পর্যন্ত এসেছি। আগামীদিনগুলোতেও এই পথে অবিচল থাকতে চাই।

অনুষ্ঠানে মতিউর রহামানের সহধর্মিনী বিশিষ্ট টিভি সংবাদ পাঠিকা মাহবুবা চৌধুরী বলেন, সাংবাদিকতায় নিরপেক্ষতা রক্ষা করতে গিয়ে আমার স্বামী বারবার ঝুঁকির মুখে পড়েছেন। কিন্তু হাল ছাড়েননি। শাসকদের অনেক লোভনীয় টোপ পেয়েছেন।কোনো লোভের ফাঁদে কখনো পা দেননি।

অনুষ্ঠানে শুরুতে আগত অতিথি ও তার সহধর্মিনীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান পিবিটিভির ডিরেক্টরবৃন্দ। কবি-অধ্যাপক নূরুজ্জামান মনি তার রচিত শিশুতোষ ছড়াগ্রন্থ “ মেঘপরি ঘুমপরি” অতিথি-দম্পতির হাতে তুলে দেন। এছাড়া পিবিটিভির পক্ষ থেকে একটি ক্রেস্ট দিয়ে তাকে সম্মাননা প্রদান করা হয়।

“মিট এন্ড গ্রিট” অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিভি টিভির চেয়ারম্যান আফজাল রব্বানী, ম্যানেজিং ডাইরেক্টর মিজানুর রহমান মিজান, সিইও আহমেদ জুনেদ, ডাইরেক্টর বৃন্দের মধ্যে উপস্হিত ছিলেল মোঃশিবলী, ফারুক আহমাদ, জাকি মোস্তফা টুটুল, মিজানুর রহমান লিটু, তকলিছ মিয়া, বশির আহমাদ, কলামিষ্ট ফারুক আহমদ জোসী, কাউন্সিলার আব্দুল জব্বার, অধ্যাপক কবি নুরুজ্জামান মনি সাংবাদিক এম কিবরিয়া, শাহ কইয়ুম, তৈয়বুর রহমান শ্যামল, সৈয়দ মিজান ছাড়া কমিউনিটির বিভিন্ন  শ্রেনীপেশায় নিয়োজিত ব্যাক্তিবর্গ।