ওসমানী বিমানবন্দর থেকে চুরি হওয়া প্রবাসীর মোবাইল ও পাসপোর্ট ১২ ঘন্টার মধ্যে উদ্ধার
সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই ফেরত শ্রী রসময় চন্দ্র (৩৮) নামে এক প্রবাসীর খোয়া যাওয়া মোবাইল ও দুটি পাসপোর্ট ১২ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৭এপিবিএন)। এ ঘটনায় আব্দুল আহাদ নামে আরেক প্রবাসীকে আটক করা
শুক্রবার (১২এপ্রিল) সকাল সাড়ে ৭টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। আটককৃত আব্দুল আহাদ সিলেটের বালাঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের হিসাক আলীর ছেলে। তিনিও দুবাই ফেরত প্রবাসী।
৭এপিবিএন সূত্রে জানা যায়, বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ নং ফ্লাইটে দুবাই থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৭টায় আসেন মৌলভীবাজারের জুরি উপজেলার বাসিন্দা শ্রী রসময় চন্দ্র (৩৮)। বিমানবন্দরের কাস্টমসে ব্যাগেজ স্কেনিং শেষে ল্যাগেজসহ বিমানবন্দর পার্কিং এলাকায় গিয়ে দেখেন তার ব্যাগে রাখা ২টি স্যামসাং মোবাইল ফোন ও দুটি পাসপোর্ট নেই। মোবাইল ফোন দুটির মূল্য আনুমানিক ৩৫ হাজার টাকা। পরবর্তীতে তিনি অনেক খোঁজাখুঁজি করেও মোবাইল ফোন দুটি এবং পাসপোর্ট দুটি না পেয়ে ৭ এপিবিএন এর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর অফিসে অভিযোগ করেন এবং এসএমপি বিমানবন্দর থানায় জিডি করেন। যার নং-৫০৩, তারিখ-১২/০৩/২০২৪ খ্রিঃ দায়ের করেন।
অভিযোগের পরপরই ৭ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) খোঃ ফরিদুল ইসলাম নির্দেশে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ক্যাম্পের ইন্টেলিজেন্স টিম সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্য উপাত্ত পর্যালোচনা করে জানা যায় একই বিমানে দুবাই থেকে আসা আব্দুল আহাদ মোবাইল ও পাসপোর্ট নিয়ে যান। পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং তার নিকট থেকে দুটি মোবাইল ফোন ও পাসপোর্ট উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৭এপিবিএন) মিডিয়া সেলের এএসআই পাভেল।
তিনি জানান, মাত্র ১২ ঘন্টার মধ্যে প্রবাসীর মোবাইল ও পাসপোর্ট উদ্ধার করা হয়। এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন বাদী শ্রী রসময় চন্দ্র। আটককৃত আব্দুল আহাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে এসএমপি বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।