জৈন্তাপুরে ৩১৫ বস্তা ভারতীয় চিনিসহ ২ জন আটক
সিলেটের জৈন্তাপুরে ৩১৫ বস্তা ভারতীয় চিনিসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (১৩ জুলাই) ভোর রাতে উপজেলার ফতেহপুর ইউনিয়নের অন্তর্গত চান্দঘাট এলাকায় অভিযান চলিয়ে চিনিসহ দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার নাঙলকোট থানার আমির হোসেনের পুত্র মো. খোকন মিয়া (৪৭) ও পটুয়াখালীর গলাচিপা উপজেলার সামছুল হকের পুত্র মো. আলীম (৪৫)।
জৈন্তাপুর মডেল থানা পুলিশের মিডিয়া অফিসার এসআই মো. আশরাফুল আলম আটকের তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় চিনির মূল্য ২৫ লাখ টাকা। অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর মডেল থানার এসআই আব্দুল লতিফ।
এ সময় চিনি পরিবহনে ব্যবহৃত গাড়িও জব্দ করা হয়। আটক দুইজনসহ পলাতক সিলেটের জৈন্তাপুর উপজেলার মৃত আব্দুল খালিকের পুত্র কামরুল ইসলামের (৪৭) নামে মামলা দায়ের করা হয়।
আটক আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।