বিএনপির সমাবেশ ঘিরে আলিয়া মাদরাসা মাঠে লোকে লোকারণ্য

বিএনপির সমাবেশ ঘিরে আলিয়া মাদরাসা মাঠে লোকে লোকারণ্য

'বিশ্ব গণতন্ত্র দিবস' উপলক্ষ্যে সিলেট বিভাগীয় বিএনপি আয়োজিত সমাবেশে অংশ নিতে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছে নগরের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা মাঠ। নগরের ও আশপাশের জেলা থেকে বিএনপির ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হচ্ছেন।

সমাবেশে আসা নেতাকর্মীরা রিকাবীবাবাজার থেকে চৌহাট্টা সড়কের উভয় অংশে অবস্থান নেওয়া যানবাহন কিছুটা চলাচল বন্ধ হয়ে গেছে। তাছাড়া আশপাশের এলাকায়ও ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩টা আলিয়া মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

সমাবেশ অংশ নিতে ইতোমধ্যে রিকাবীবাজার, চৌহাট্টা, জিন্দাবাজার ও নগরের আশপাশ এলাকার সড়কের অলিগলিতে অবস্থান নিয়েছেন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের নেতাকর্মীরা। তাদের মাথায় স্ব স্ব সংগঠনের ক্যাপ আর হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে উল্লাস করতে দেখা গেছে।

এদিকে সমাবেশ ও শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস থাকার কথা থাকলেও আজকের এই সমাবেশে উপস্থিত থকছেন না তিনি। তার জায়গায় বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে অল্প সংখ্যক পুলিশ সদস্যকে আশপাশের এলাকায় অবস্থান নিতে দেখা গেছে।