সিলেটে বজ্রপাতে ইমামের মৃত্যু
সিলেটের জৈন্তাপুরে মসজিদের প্রবেশ পথে বজ্রপাতে হাসিব কবির আহমেদ (৩৫) নামের এক ইমামের মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের লক্ষীপ্রসাদ পাতন টিকরগাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত ইমাম পাশের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের সোনাতুলা গ্রামের এবাদুর রহমানের ছেলে। তিনি টিকরগাড়া জামে মসজিদে ইমামতি করতেন।
এলাকাবাসী জানান, আজ ভোর ৪টার দিকে তিনি বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলেন নামাজ পড়তে। মসজিদের প্রবেশ পথে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে চারিকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুলতান করিমকে জানান। পরে তাঁরা মরদেহ উদ্ধার করে মসজিদে নিয়ে যান।
চারিকাটা ইউপি চেয়ারম্যান সুলতান করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মসজিদের প্রবেশ পথে বজ্রপাতে ইমামের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ইমামের মরদেহ উদ্ধার করি। পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতিতে মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইমামের পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।