জৈন্তাপুর ১৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার

জৈন্তাপুর ১৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ১৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২০ এপ্রিল) রাত ৩টা ২৫ মিনিটে জৈন্তাপুর উপজেলায় ২নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত কেন্দ্রী গ্রামে অভিযান চালায় পুলিশ।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক মুহিবুর রহমানের নেতৃত্বে উপ পরিদর্শক পার্থ রন্জন চক্রবর্তী ও সহকারী উপ পরিদর্শক দিপক চন্দ্র সূত্রধর সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে কেন্দ্রী ঝিঙাবাড়ী একালায় একটি বাড়ীর থেকে ১৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিলের মালিক ও তার সহযোগী ২/৩ জন কৌশলে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম (পিপিএম)। তিনি জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। উক্তো ঘটনায় একজনকে ও অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।