দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ট্রাকের পিছনে লেগুনার ধা ক্কা, আ হ ত ৫

দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ট্রাকের পিছনে লেগুনার ধা ক্কা, আ হ ত ৫

তামাবিল মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে যাত্রীবাহী লেগুনার ধাক্কায় চালক সহ পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ৮টার দিকে তামাবিল মহাসড়কের হরিপুর করিচেরপুল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, হাজারীসেন গ্রামের মৃত রিয়াজ উল্লাহ্ র ছেলে লেগুনা চালক আলমগীর হোসেন (২৫), উত্তর কাঞ্জর গ্রামের আলী হোসেন (১৭), হাজারী সেনগ্রামের তুহিন (১৬), মুটকুঞ্জা গ্রামের রায়হান (১৬) ও ছোটারীসেন গ্রামের আবু হোসেন (২৫)।

জানা যায়, উপজেলার দরবস্ত নয়াবাজার গর্দ্দনা এলাকা থেকে ছেড়ে আসা একটি লেগুনা পিকআপ করিচেরপুল পার হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক (ঢাকা মেট্রো ট – ১৪-২১০৭) এর পিছনে ধাক্কা দেয়। এসময় লেগুনাতে থাকা চালক সহ পাঁচজন আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে আহতদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

দরবস্ত ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোদাচ্ছির আহমেদ জানান, লেগুনা চালক আলমগীর হোসেনের মাথায় আঘাত পাওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম (পিপিএম) বলেন, তামাবিল মহাসড়কে ট্রাফিক সপ্তাহ চলছে। চালক সহ সংশ্লিষ্ট সকলকে বার বার সর্তক করা হচ্ছে অদক্ষ চালকদের হাতে গাড়ী না দিতে। সেই সাথে যত্রতত্র পাকিং এর ব্যাপারেও রয়েছে নিষেধাজ্ঞা। এ বিষয়ে সকলে সচেতন হয়ে নিরাপদ তামাবিল মহাসড়ক বাস্তবায়নে কাজ করার আহবান জানান তিনি।