‘অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স বাতিল না হলে তীব্র আন্দোলন’
সিলেট সিটি করপোরেশন কর্তৃক একতরফা ভাবে অতি উচ্চহারে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৮মে মঙ্গলবার বিকেল ৪ টায় সিলেট কোর্ট পয়েন্টে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে।
সিলেট সিটি করপোরেশন কর্তৃক একতরফা ভাবে অতি উচ্চহারে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে চলমান নাগরিক আন্দোলনের ধারাবাহিক করণীয় নির্ণয়ে সিলেটের নাগরিকবৃন্দ অভিমত ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সবার মতামতের ভিত্তিতে এই ঘোষণা দেওয়া হয়।
বুধবার( ২২ মে) বিকেল সাড়ে ৪টায় সিলেটের ঐতিহাসিক সারদা হলে সিলেটের নাগরিকবৃন্দ এর মতবিনিময় সভার সভাপতি সিলেটের নাগরিকবৃন্দ এর আহবায়ক সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম এই ঘোষণা দেন।
সভায় বক্তারা বলেন অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স বাতিল না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
সিলেটের নাগরিকবৃন্দ এর সদস্য সচিব প্রণব জ্যোতি পালের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দরগাহ এ হযরত শাহজালাল (রঃ) মোতাওয়াল্লী সরেকওম ফতেউল্লাহ আল আমান, সিলেট জেলা সিপিবি সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, জাসদ জেলা সভাপতি লোকমান আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক পিপি গিয়াস উদ্দিন অ্যাডভোকেট, সাবেক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল আনোয়ার আলোয়ার,সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, বাংলাদেশ দোকান মালিক সমিতির জেলা সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন, আটাব সিলেট জেলার সাবেক সভাপতি আব্দুর জব্বার জলিল, বিশিষ্ট মানবাধিকার কর্মী ব্লাস্টের সাবেক সমন্বয়কারী অ্যাডভোকেট মোঃ ইরফানুজ্জামান চৌধুরী, আইডিয়ার প্রধান নির্বাহী নজমুল হক, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মৃত্যঞ্জয় ধর ভোলা, জাতীয় মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় সমন্বয়কারী সৈয়দা শিরিন আক্তার, রবীন্দ্র সংগীত শিল্পী সুমনা আজিজ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক গোলাম রাজ্জাক চৌধুরী, সিনিয়র আইনজীবী কল্যাণ চৌধুরী, সিনিয়র সাংবাদিক আব্দুল মালিক জাকা, জেলা প্রেসক্লাবে যুগ্ম সাধারণ সম্পাদক মাইস্লাম রাজেশ সিংহ, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ এর সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী, সিলেট জেলা গণদাবী পরিষদের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম জাহাঙ্গীর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসুল বাসিত শেরু, মনির হেলাল, সাবেক মেয়র প্রার্থী মাওলানা জাহিদুল ইসলাম, রড-সিমেন্ট-ডেউটিন মার্চেন্ট গ্রুপের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ চৌধুরী, ডিপ্লোমা ইন্জিনিয়ার এসোসিয়েশন সভাপতি মাহমুদুর রশিদ মসরু, শাহী ঈদগা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কামরান, সিলেট স্টেশন ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক তাহমিনুল ইসলাম খান, দরগা বাজার কমিটর সভাপতি আব্দুর রহমান দুদু, নিরাপদ সড়ক চাই সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, প্রগতি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইকবার আহমেদ আফাজ প্রমুখ।
মতবিনিময় সভায় উপস্থিতি ছিলেন গণতন্ত্রী পার্টির জেলাা সভাপতি মো: আরিফ মিয়া, সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ মার্কসবাদী আহবায়ক উজ্জ্বল রায়, বাসদ জেলা আহবায়ক আবু জাফর, ওর্য়ার্কাস পার্টির সভাপতি সিকান্দর আলী, বিশিষ্ট সমাজসেবক সোলেমান আহমদ, জাসদ মহানগর সভাপতি ফারুক আহমদ, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সাধারণ সম্পাদক হরিধন দাস, গণতন্ত্রী পার্টির জেলা সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাছান, সাম্যবাদী আন্দোলন জেলা নেতা অ্যাডভোকেট মহিতোষ দেব মলয়, নাগরিক মৈত্রীর আহবায়ক অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর, সিলেট আইনজীবী সমিতির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন রশীদ সোয়েব, সাউন্ড সিস্টেম মালিক সমিতির সাধারণ সম্পাদক নাজিকুল ইসলাম রানা, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক ইশমত ইবনে ইসহাক, বাসদ মার্কসবাদী জেলা সদস্য মুখলেছুর রহমানসহ সিলেটের বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবি সংগঠনের প্রতিনিধি ও ৪২টি ওয়ার্ড এর ভুক্তভোগী নাগরিক বৃন্দ।
মতবিনিময় সভার বক্তারা বলেন, নাগরিকদের ক্ষোভ বিক্ষোভ এর পরো সিটি কর্পোরেশন কতৃপক্ষ তাদের চাপিয়ে দেওয়া অতি উচ্চহারের হোল্ডিং ট্যাক্সের সিদ্ধান্ত রহিত করা থেকে বিরত রয়েছেন। সিটি কর্পোরেশন কর্তৃক জনমতকে চরমভাবে উপেক্ষা করায় করদাতা ও ভোটার সমাজ উদ্বিগ্ন, উৎকণ্ঠিত এবং চরম অনিশ্চয়তার মুখোমুখি হয়েছেন। বক্তারা অবিলম্বে অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবি জানান।
মতবিনিময় সভায় অংশগ্রহণের জন্যে সিলেট সিটি করপোরেশনের ৪২ টি ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন সিলেটের নাগরিকবৃন্দ এর আহবায়ক সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম।