জাফলংয়ে ট্রাক্টর উল্টে বাক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

জাফলংয়ে ট্রাক্টর উল্টে বাক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মাহিন্দ্র ট্রাক্টর উল্টে এক বাক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে জাফলংয়ের কালিনগর বাজারের রাস্তার পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক উপজেলার কালিনগর এলাকার আব্দুস শুকুরের বাক প্রতিবন্ধী ছেলে মো. আশিক মিয়া (১৮)। সে ওই মাহিন্দ্রা গাড়িতে শ্রমিক হিসেবে কাজ করতো।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে উপজেলার কালিনগর বাজারের রাস্তার পাশে বালু আনলোড করার সময় ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা বাক প্রতিবন্ধী মো. আশিক গাড়ি চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।