সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় মহিষ আটক
থেমে নেই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) অভিযান। প্রতিনিয়ত ধরা পড়ছে চোরাচালান। সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় এবার বিজিবি শ্রীপুর বিওপির অভিযানে প্রায় ৫৪ লক্ষ ৪০ হাজার টাকার পশু (মহিষ) জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৪৮ বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টায় সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় ৪৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর মাহমুদুল হাসানের নেতৃত্বে চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়।
অভিযানে জৈন্তাপুর উপজেলার মিনাটিলা বিওপির নিকটবর্তী বিরাইমারা হাওর সীমান্ত এলাকায় থেকে ৩২টি ভারতীয় মহিষ আটক করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৫৪ লক্ষ ৪০ হাজার টাকা।
আটক মহিষগুলো নিলামে বিক্রির জন্য কাস্টমসে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।