সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১
সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জুন) ভোররাত ৩টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত অটোরিকশা চালকের নাম-ঠিকানা জানা যায়নি।
এ ঘটনায় অটোরিকশা থাকা অপর ২ যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান।
তিনি জানান, বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেতলী এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা থাকা অপর ২ যাত্রী গুরুতর আহত হন। ট্রাকটি আটক করা গেলেও তার চালক পালিয়ে গেছেন। হতাহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।