গোয়াইনঘাটে ‘জাস্ট হেল্প ফাউন্ডেশন’র খাদ্য সামগ্রী বিতরণ

গোয়াইনঘাটে ‘জাস্ট হেল্প ফাউন্ডেশন’র খাদ্য সামগ্রী বিতরণ

সিলেটের গোয়াইনঘাটে ইউকে ভিত্তিক মানবিক সংগঠন জাস্ট হেল্প ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। রোববার (৩১শে মার্চ) বিকেলে উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের কোওর বাজার এলাকায় হতদরিদ্র ৫০ টি পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোর দিশারী তরুণ সংঘ’র সভাপতি কামরুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সদস্য সাংবাদিক রিয়াজ উদ্দিন, সমাজসেবক মাও. মুফিজুর রহমান, সমাজসেবক অপুল দাস মনন, সমাজসেবক দেলওয়ার হোসাইন প্রমূখ।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত বক্তারা সামাজিক সংগঠন ‘জাস্ট হেল্প ফাউন্ডেশন’ এর চেয়ারম্যান মিজানুর রহমান মিজান সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। এবং সিলেটের প্রান্তিক জনপদ গোয়াইনঘাট উপজেলার অসহায় হতদরিদ্র মানুষের মাঝে যে সহায়তা দিয়েছেন, আগামী দিনেও যাতে জাস্ট হেল্প ফাউন্ডেশনের কার্যক্রম গোয়াইনঘাটে অব্যাহত থাকে এমন আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।