ঈদের ছুটিতে সিলেটে কঠোর নিরাপত্তা
মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ঘিরে ফাঁকা হচ্ছে সিলেট নগর। প্রিয়জনদের নিয়ে আনন্দ উৎসবে মেতে উঠতে সবাই নগর ছাড়ছেন। এ অবস্থায় নগরের প্রতিটি বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নিয়েছে সিলেট মহানগর পুলিশ। পবিত্র ঈদুল ফিতরের জামাতে ড্রোন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, সারভিলেন্স, মেটালডিটেক্টর, বোম ডিজপোজাল ইউনিট, সিআরটি, পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ সদস্যদের নিয়ে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সিলেট মহানগর এলাকার ৪৩০টি মসজিদ ও ঈদগাহে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এসব জামাতে নিরাপত্তার জন্য ড্রোন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, সারভিলেন্স, মেটালডিটেক্টর, বোম ডিজপোজাল ইউনিট, সিআরটি, পোশাকধারী ও সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা মাঠে থাকবেন। ঈদ জামাত ঘিরে সিলেট নগরীতে ৩ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। এছাড়া ঈদের এই লম্বা ছুটিতে নগরীর বাসাবাড়িসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রায় অর্ধশত টহল পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, ঈদের ছুটিতে ফাঁকা নগরে যাতে চোর, ডাকাত বা ছিনতাইকারীরা কোনো সুযোগ নিতে না পারে, সেজন্য আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করেছি। প্রায় অর্ধশত টহল দল নগর চষে বেড়াবে। এক্ষেত্রে নাগরিকদেরও সচেতন হতে হবে। ফ্ল্যাট বা বাসাবাড়িতে উন্নতমানের তালা দিতে হবে। আর নিরাপত্তা প্রহরীরা যাতে কোনো ফাঁকি দিতে না পারে বা কোনো ধরনের অবহেলা না করে সেটি নিশ্চিত করতে হবে। যেকোনো সমস্যায় অবশ্যই সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করে তাদের সাহায্য নিতে হবে। তিনি আরও জানান, এ সময়ে সিলেটে পর্যটকদের আনাগোনা বাড়ে। তাই তাদের নিরাপত্তা নিশ্চিতেও তারা কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন।